কারিগরি প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীরা দেশে-বিদেশে দ্রুত চাকুরি পাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো.আশরাফ আলী খান খসরু।
মানিকগঞ্জে প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দাশড়া এলাকায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিআরপি ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আজকে যুব উন্নয়ন প্রশিক্ষণ অধিদপ্তরের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে এবং একই সঙ্গে বিভিন্ন প্রাইভেট সেক্টর এগিয়ে এসেছে। আজকে পৃথিবীতে কারিগরি প্রশিক্ষণের প্রতি বেশি জোর দেয়া হচ্ছে। এ কারণে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশে বিদেশে দ্রুত চাকুরি পাচ্ছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের দিক নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবন্ধী ও শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধ জাতি বিনির্মানে সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
সরকার সব সময় প্রতিবন্ধীদের পাশে আছে জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে প্রতিবন্ধীদের মাঝে নানা উপকরণ বিতরণ করা হয়। যাতে তারা কাজ করে চলতে পারে।’
সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘সিআরপির উদ্দেশ্য প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল ধারায় একীভূত করে দক্ষ মানব সম্পদ তৈরি করা। তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে বিভিন্ন ট্রেড কোর্সে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।’
এছাড়া প্রশিক্ষণ শেষে বিভিন্ন কর্পোরেট হাউস, গার্মেন্টস ফ্যাক্টরি, বেসরকারি অফিসে চাকুরিসহ আত্মকর্মসংস্থানে আর্থিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সিআরপির অর্থয়ানে ১০ কোটি টাকা ব্যয়ে মানিকগঞ্জে সিআরপি কেন্দ্রটি নির্মিত হয়েছে। এতে ফিজিও থেরাপি, অকুপেশনাল থেরাপি ও স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পাশাপাশি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে।