আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সেখানে বিনামূল্যে শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ টেস্ট, ব্লাড সুগার টেস্ট এবং ব্লাড প্রেসার মাপা হয়।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের দিন ক্যাম্পাসের মাঠে এই আয়োজন হয়। সেখানে নারী শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে স্বাগত জানানো হয়।
এই আয়োজনের স্লোগান ছিল, ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
মেডিক্যাল ক্যাম্পের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভাও হয়। সভা শেষে কেক কেটে নারী দিবস উদযাপন করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলম, বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, সুলতানা পারভীন, সেলিনা বেগম, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ.কে.এম দেলোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।