মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার একটি পার্টি সেন্টারে বুধবার দুপুর ১২টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সাবেক সভাপতি হাসান জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান।
সভায় কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য-সচিব জাকির হোসেন রোকন, কেন্দ্রীয় জাসাসের সদস্য অ্যাড: আমিনুল হক, কেন্দ্রীয় জাসাসের সদস্য মো. হাবিবুর রহমান খান জসিম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আতাউর হোসেন বাবুল, শহর বিএনপির সাধারন সম্পাদক মো. শাহিন, জেলা মহিলা দলের সম্পাদিকা পাপিয়া ইসলাম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, মুন্সীগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. আশরাফ উদ্দিন খান আসু, বিউটি আক্তার তিশা জেলা মহিলা দলের সদস্য, সিরাজ ঢালী প্রমুখ।