ছিন্নমূল ও অসহায়দের মাঝে প্রায় ১০০ কম্বল ও ১০০ নতুন শীতবস্ত্র বিতরণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি এ আয়োজন করে।
রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে গত রবিবার সকালে কড়াইল বস্তির অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফার্মা সোসাইটির আ্যডভাইজার ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানা শারমিনসহ ক্লাবের অন্যান্য সদস্য।
ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির সাধারণ সম্পাদক রাগিব হোসেন জানান, ‘সমাজে অবহেলিত মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে বরাবরের মতো ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটির এই আয়োজন। সামনে ছিন্নমূল মানুষের জন্য বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে আমাদের।’