বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

  • খাগড়াছড়ি থেকে নাগরিক সাংবাদিক রূপায়ন তালুকদার   
  • ১৩ জানুয়ারি, ২০২২ ২১:৩০

প্রধান অতিথি উপজাতীয় শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের এই শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ।’

খাগড়াছড়িতে প্রায় পাঁচ শ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)।

‘শীতার্ত মানুষের পাশে আমরা’ স্লোগানে খাগড়াছড়ি জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের হলরুমে বৃহস্পতিবার সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ ও দেশের জনগণের জন্য কাজ করেছেন। তিনি শিখিয়ে গেছেন কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়। তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনাও দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।’

এ সময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের এই শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট আশুতোষ চাকমাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এ বিভাগের আরো খবর