বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেত্রকোণায় মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী

  • নেত্রকোণা থেকে নাগরিক সাংবাদিক এস কে সরকার    
  • ৩০ ডিসেম্বর, ২০২১ ১৭:৩৪

নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী অনাবিলা সরকার বলেন, ‘এখানে জাতীয় পর্যায়ের শহীদ বুদ্ধিজীবীদের পাশাপাশি স্থানীয় কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি এবং তাদের হত্যাকাণ্ডের বর্ণনা দেখতে পেয়েছি। স্থানীয় বুদ্ধিজীবীদের সম্পর্কে আগে কিছু জানতাম না।’

নেত্রকোণার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আর্ট গ্যালারিতে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোণা জেলা শাখা এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে মোট ১০০টি ছবি স্থান পেয়েছে। এসব ছবির বেশির ভাগই শহীদ বুদ্ধিজীবীদের। আর কিছু আছে মুক্তিযুদ্ধের নানা ঘটনাপ্রবাহের ছবি।

দর্শকদের সুবিধার জন্য প্রতিটি ছবিতে তথ্যনির্ভর বর্ণনা যোগ করা হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচুর শিক্ষার্থী এবং সাধারণ দর্শক এসে ছবিগুলো দেখছেন। নেত্রকোণা সরকারি কলেজের শিক্ষার্থী অনাবিলা সরকার বলেন, ‘এখানে জাতীয় পর্যায়ের শহীদ বুদ্ধিজীবীদের পাশাপাশি স্থানীয় কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি এবং তাদের হত্যাকাণ্ডের বর্ণনা দেখতে পেয়েছি। স্থানীয় বুদ্ধিজীবীদের সম্পর্কে আগে কিছু জানতাম না।’

উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন আরও বেশি বেশি করা দরকার।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেত্রকোণা জেলা শাখার সভাপতি পার্থ প্রতিম সরকার বলেন, ‘রাত ৮টা নাগাদ এ প্রদর্শনী চলবে।’

এ বিভাগের আরো খবর