জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোড়দৌড় হয়েছে নীলফামারীতে।
ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নে পাঙ্গা গ্রামে স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে এই প্রতিযোগিতা হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড় উপভোগ করতে শত শত নারী-পুরুষ ও শিশুরা ভিড় করে।
বড় ও ছোট ঘোড়ার দৌড়ে বিভিন্ন এলাকা থেকে ১৬টি ঘোড়া অংশ নেয়।
বড় ঘোড়ার দৌড়ে প্রথম হন কাফি বানিয়া ও দ্বিতীয় হন আব্দুল হাদী। ছোট ঘোড়ায় প্রথম হন পল্লি চিকিৎসক বাবু ও দ্বিতীয় হন রাশেদ মিয়া। তাদের পুরস্কার দেয়া হয়েছে।
পাঙ্গামটুকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সোনালী ব্যাংকের এজিএম আতাহারুল ইসলাম।