ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মানিকগঞ্জে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মমশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ কর্মশালা শুরু হয়। অনুষ্ঠানটি শেষ হয় বেলা দেড়টার দিকে।
ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
কর্মশালায় জেলার দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার ৭০ জন জেলে ও মৎস্যচাষি অংশ নেন। এ ছাড়া উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, ‘ইলিশ দেশের সম্পদ। এ সম্পদ রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে। একার পক্ষে কাজ করে ইলিশ রক্ষা করা সম্ভব হবে না। ইলিশ সংরক্ষণেই ২৪৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর।’
তিনি আরও বলেন, ‘যারা অনুচর হিসেবে কাজ করছেন, ইলিশ সম্পদ রক্ষায় তাদের দ্রুত প্রত্যাহার করা উচিত। কারণ ইলিশ রক্ষার অভিযানের খবর তারা জেলেদের জানিয়ে দেয় এবং জেলেরা অভিযানের সময় আমাদের ওপর আক্রমণ করে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী, সহকারী প্রকল্প পরিচালক শিরিন শিলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক, জেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ডিএসবি) নাসিরউদ্দিন মল্লিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দসহ অনেকে।