মোটরসিটি হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট সিটির লাস্কি ক্রিকেট মাঠে হলো মোটরসিটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুটি সেমিফাইনাল ম্যাচ সমাপ্তির পরই বিকেল ৩টার সময় শুরু হয় ফাইনাল ম্যাচ।
টুর্নামেন্টে অংশ নেয়া বিভিন্ন দলে বাংলাদেশের জাতীয় দলের সাবেক ক্রিকেটার তাপস বৈশ্য, ইলিয়াস সানী, আবুল হাসান রাজু ও কামরুল ইসলাম রাব্বির মতো তারকারা ছিলেন। শেষ পর্যন্ত এসব তারকার কোনো দলই ফাইনাল ম্যাচের জন্য উত্তীর্ণ হতে পারেননি।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় মিশিগানের দুটি দল এশিয়া ইউনাইটেড ও মিশিগান চিতাস। খেলায় প্রথমে ব্যাটিং করে এশিয়া ইউনাইটেড চার ও ছক্কার সমাহার ঘটিয়ে ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রান করে।
টুর্নামেন্টের অন্য খেলাগুলোতে বলতে গেলে মিশিগান চিতাস অপ্রতিরোধ্যই ছিল বলা চলে। কিন্তু দলটি শুরুটা করেছিল বেশ অগোছালোভাবে।
শুরুর দিকেই দলের ওপেনার তামিম ১ রান করে আউট হয়ে যান। তারপরই আরেক ব্যাটসম্যান রান আউট। দ্রুত উইকেট পতনে দলের রানের চাকা ঘোরাতে ব্যাটম্যানরা ব্যাকফুটে চলে যান।
মাঝে শাকের আহমেদ ও আরিফুল হক কিছুটা আশ্বস্ত করতে পারলেও এশিয়া ইউনাইটেডের বোলার জুবেল আহমেদের কাছেই ধরাশায়ী হয় মিশিগান চিতাসের ব্যাটম্যানরা।
জুবেল ৪ ওভার বল করে ১৮ রান খরচায় নেন ৬ উইকেট। শেষে এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হয় এশিয়া ইউনাইটেড।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণীতে ছিল ভিন্ন আয়োজন। দুজন উপস্থাপক রশনি চাসমাওয়ালা ও রোম্মান আহমেদের উপস্থাপনা ছিল প্রাণবন্ত।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন এশিয়া ইউনাইটেডের মাসুদ হক, যার সংগ্রহ ৫ ম্যাচে ১৮৫ রান ও ৫ উইকেট।
মিশিগান চিতাসের বোলার শাকের আহমেদ ১৪টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির পদকটা পেয়ে যান। টুর্নামেন্টে সেরা ফিল্ডার হন মিশিগান চিতাসের ফয়েজ লিংকন।
এবারের মোটরসিটি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আসা বাংলাদেশি-আমেরিকান ক্রিকেটার নিয়ে ১০টি দল গঠন হয়।
বিশাল বাজেটের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ছিল ১৭ হাজার ডলার ও দৃষ্টিনন্দন ট্রফি।