ভোলায় দুর্গাপূজা উপলক্ষে সদর উপজেলার ৩০টি মন্দিরে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান দেয়া হয়েছে।
জেলা পরিষদ কার্যালয়ে রোববার সকালে প্রতিনিধিদের হাতে এই অনুদান তুলে দেয়া হয়।
এ সময় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।
টুলু বলেন, ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মহান স্বাধীনতা যুদ্ধে এ দেশের মুক্তিকামী সব মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।’
এ বছর জেলায় ১১৬টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।