বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর্মজীবী নারীদের ঘরে থাকতে বলল তালেবান

  •    
  • ২৫ আগস্ট, ২০২১ ১১:৪৩

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন বলেন, ‘নারীদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে আমাদের নিরাপত্তাবাহিনীর সদস্যরা এখনও প্রশিক্ষিত নয়। কীভাবে নারীদের সঙ্গে কথা বলতে হয় সেটিও অনেকেই জানেন না। এমন অবস্থায় আমরা যতদিন পুরো নিরাপত্তা ব্যবস্থা না করতে পারি, সে সময় পর্যন্ত নারীদের ঘরে থাকার আহ্বান করছি।’

আফগানিস্তানে নতুন সরকার প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত কর্মজীবী নারীদের নিরাপত্তার কথা ভেবে তাদের আপাতত ঘরে থাকার আহ্বান জানিয়েছে তালেবান।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদমাধ্যম রয়টার্সকে এ কথা জানিয়েছে বলে উদ্ধৃত করেছে বিবিসি

তিনি বলেন, ‘এটি খুব সাময়িক একটা পদ্ধতি।’

আফগানিস্তানে দুই দশক আগে ক্ষমতায় থাকা কট্টর ইসলামপন্থি গোষ্ঠী তালেবান ১০ দিন আগে আবারও দেশটির পুরো ক্ষমতা দখল করে।

দুই দশক আগের শাসনামলে তালেবান দেশটিতে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। সে সময় কোনো আফগান নারী পরিবারের পুরুষ সদস্য ছাড়া বাড়ির বাইরে যেতে পারতেন না। এমনকি শিক্ষার বিষয়েও তারা কিশোরীদের স্কুলে যাওয়া ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছিল।

এবার ক্ষমতা দখলের পর অবশ্য তালেবান ভিন্ন কথা বলেছে। তারা নারীদের অধিকার রক্ষার কথা জানিয়েছে। এমনকি দেশটিতে সরকার গঠনের সময় নারীদের যোগ দেয়ারও আহ্বান জানায়।

অবশ্য তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগান নারীদের মধ্যে ভীতি কাজ করতে থাকে। তারা আগের মতো কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন কি না সেটা নিয়েও নানা শঙ্কা ছিল। পশ্চিমা দেশগুলোও বলেছে, যদি নারী ও শিশুদের মর্যাদা ও অধিকার রক্ষা করা না হয় তাহলে দেশটিতে তালেবানের সরকার গঠন করলে কোনোভাবেই মেনে নেবে না।

জাতিসংঘ দেশটিতে তালেবানের নির্যাতনের ‘বিশ্বাসযোগ্য’ প্রতিবেদন তুলে ধরেছে বলে দাবি করেছে। প্রতিবেদনে বিশেষ করে নারীদের ওপর বিধিনিষেধের বিষয়টি উঠে এসেছে।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট মঙ্গলবার বলেন, যে নারীর অধিকার দেশটিতে ‘মৌলিক রেড লাইনে’ রয়েছে।

এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার তালেবানের মুখপাত্র জানান, কাবুল থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা দেশের সেনাদের উদ্দেশে তিনি বলেন, তারা যেন আফগানদের দেশ ছাড়তে উৎসাহিত না করেন।

এখনও পুরোপুরি সরকার গঠন করতে পারেনি তালেবান। তবে এরই মধ্যে বেশ কয়েকটি পদে নিজেদের লোকদের দায়িত্ব দিয়েছে তালেবান। মঙ্গলবার গোষ্ঠীটি নতুন করে একজন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছে।

তবে এখনও তালেবান শীর্ষ পদ অর্থাৎ প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেনি।

কাবুলের রাস্তায় নিরাপত্তার জন্য তালেবানের নিরাপত্তাকর্মীরা। ছবি: এএফপি

এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র মুজাহিদিন জানান নারীদের জন্য এমন বিধিনিষেধ খুব সাময়িক।

বলেন, ‘ নারীদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে আমাদের নিরাপত্তাবাহিনীর সদস্যরা এখনও প্রশিক্ষিত নয়। কীভাবে নারীদের সঙ্গে কথা বলতে হয় সেটিও অনেকেই জানেন না।

‘এমন অবস্থায় আমরা যতদিন পুরো নিরাপত্তা ব্যবস্থা না করতে পারি, সে সময় পর্যন্ত নারীদের ঘরে থাকার আহ্বান করছি।’

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেন, তারা আফগানিস্তানে নারীদের বিষয়ে খুব উদ্বিগ্ন। সেখানে তালেবান শিশুদের সেনা হিসেবে নিয়োগ দিচ্ছে বলেও তারা জেনেছেন। এসব কিছু তাদের আরও বেশি উদ্বিগ্ন করছে।

জেনেভায় জাতিসংঘরে মানবাধিকার কাউন্সিলের এক জরুরি সভায় তিনি এসব বিষয় তুলে ধরেছেন।

পরে তিনি আফগানিস্তানের নারী ও শিশুদের অধিকার রক্ষায় ‘অটল অঙ্গীকার’ নিশ্চিত করার আহ্বান জানান।

তবে এখনই আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ কোনো তদন্ত কমিটি গঠন করার বিষয়ে একমত হতে পারেনি আরও কিছু কমিশন।

১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ১০ দিন আগে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দর থেকে কমপক্ষে ৭০ হাজার ৭০০ মানুষকে সরিয়ে নেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

উদ্ধারকাজ পরিচালনা করতে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। তাদের ৬ হাজার সেনাসহ পশ্চিমা অন্য দেশগুলোরও বিপুলসংখ্যক সেনা ওই উদ্ধারকাজে যোগ দিয়েছে।

তালেবান যোদ্ধারা এরই মধ্যে উদ্ধারকাজের সময়সীমা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রকে।

এ বিভাগের আরো খবর