ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্টপুর গ্রামের ফল ব্যবসায়ী মোঃ সেলিম মিয়ার পুত্র জোনায়েদ অর্থের অভাবে তেমন লেখা পড়ায় আগাতে পারেনি। জোনায়েদ প্রাথমিক শিক্ষা শেষ করে মাধ্যমিক বিদ্যালয় থেকে জুনিয়র পরিক্ষা দিয়ে নবম শ্রেণিতে উঠলেও অভাব অনটনে কারণে আর লেখাপড়া চালাতে পারেনি। পরে আর্থিক স্বচ্ছলতা করারে আশায় প্রবাসে পাড়ি জমায়। বিদেশের মাটিতে গিয়েও ভাগ্যের পরিহাসে ভালো চাকরি না পাওয়ার পাশাপাশি আকামা জটিলতার কারণে বাংলাদেশে ফিরে আসে তিনি। জোনায়েদের পরিবারে রয়েছে ৬ বোন এবং দুভাই। জোনায়েদের বাবা সেলিম মিয়াকে সংসারে সবার খাবার জোগাতে হিমসিম খেতে হয়। বাবার অভাবের সংসারে অর্থ যোগান দিতে রেমিট্যান্স যোদ্ধা প্রবাস ফেরত জোনায়েদ বেছে নেয় কাঁকড়া ব্যবসা।
জোনায়েদ এবিষয়ে তার জীবন কাহিনী বর্ননা দিতে গিয়ে চোখের জল ছেড়ে দেন। জোনায়েদ ৬০ কেজি দেশীয় কাঁকড়া নিয়ে তার কাছের বন্ধু কাঁকড়া ব্যবসায়ী উজ্জ্বলকে সাথে নিয়ে গত বৃহস্পতিবার কুমিল্লার উদ্দেশ্য আসে। দুই বন্ধু কুমিল্লা নগরীর মধ্যে দুটি পয়েন্ট বেছে নিয়ে উজ্জল ৬০ কেজি দেশীয় কাঁকড়া নিয়ে ক্যান্টনম্যানের দিকে চলে যায়। আর জোনায়েদ ৬০ কেজি কাঁকড়া নিয়ে চলে আসে কান্দিড়পাড়। জোনায়েদ কান্দিড়পাড় টাউন হলের গেইটের পূর্ব পাশে বসে কাঁকড়ার ব্যাগ খুলতেই ক্রেতাদের ভীড় জমে যায় বলে জোনায়েদ জানান।
কাঁকড়া বিক্রি ও সংরক্ষণ বিষয়ে জোনায়েদ বলেন, নবীনগর উপজেলার কৃষ্টপুর এলাকায় তার বাড়ি আর এসব কাঁকড়া পাগলা নদীর প্রাকৃতিক দেশীয় প্রজাতির।
তিনি আরো বলেন, নদীতে জেলেরা মাছ ধরার সময় মাছের সাথে জালে আটকা পড়ে এসব কাঁকড়া। তখন জেলেরা এসব কাঁকড়া সংরক্ষণ করে প্রতি কেজি ৫০-৬০ টাকা দরে পাইকারি বিক্রি করে।
জোনায়েদ বলেন, আমরা তিন বন্ধু প্রথমে তাদের সাথে কাঁকড়া বিক্রি বিষয় নিয়ে কথা বলে সিদ্ধান্ত নেই নবীনগর থেকে কাঁকড়া ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে খুচরা বিক্রি করব। তাই সেদিন তৃতীয় দিন বিক্রি করতে এসেছেন কুমিল্লা নগরীতে।
কাঁকড়া বিক্রি প্রসঙ্গে জোনায়েদ বলেন, এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। বেশ ভালোই বিক্রি হচ্ছে কতক্ষণেই অর্ধেক বিক্রি শেষ।
এ বিষয়ে ইসলামী চিন্তা বিদদের মতে মুসলিমদের জন্য কাঁকড়া খাওয়া হালাল নয়, খাওয়া যায় তা মাকরু হিসাবে গণ্য হবে।
কাঁকড়ার বিষয়ে প্রাণীবিদরা যা বলছেন, কাঁকড়া যে কোনো দিকে হাঁটতে পারে কিন্তু হাঁটতে এবং পাশ দিয়ে দৌঁড়াতে পছন্দ করে। কাঁকড়া হল ডেকাপড, যার মানে তাদের দশ পা আছে। স্ত্রী কাঁকড়া একবারে ১০০০ থেকে ২০০০ডিম পাড়তে পারে। একটি ছোট কাঁকড়ার গড় আয়ু ৩-৪ বছর, কিন্তু বড় প্রজাতি যেমন জাপানি মাকড়সা কাঁকড়া ১০০ বছর পর্যন্ত বাঁচতে পারে।