বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কৃষি পণ্যের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র মধুপুর গড়ের জলছত্র

  • হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল)   
  • ১১ অক্টোবর, ২০২৫ ১৭:৩৯

ছয় মাস আনারস, বারো মাস কলা, কয়েক মাস পেঁপে। আর আদা হলুদ কচু থাকে কয়েক মাস। টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এভাবে সারা বছরই চলে বিভিন্ন ফলের হাট-বাজার। এসব ফলের হাটে পাইকার ও ফড়িয়াদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। বৈশাখের শেষের দিক থেকে প্রায় কার্তিক মাস পর্যন্ত প্রতিদিন চলে আনারসের বাজার। এদিকে, শুক্রবার ও মঙ্গলবার থাকলেও কলা হাট বসে শনিবার বাদে প্রায় প্রতিদিনই। আদা কচুর মৌসুমে প্রায় প্রতিদিন চলে বেচা-বিক্রি। এভাবে সারা বছরই কোন না কোনো কৃষি পণ্যের বাজার জমে উঠে। অনেক বছর ধরে মধুপুর শহরের আনারস ও কলার হাট বসছে জলছত্রে। ধীরে ধীরে জলছত্র বাজারটি বাণিজ্যিক কেন্দ্রে পরিনত হয়। বাজার কমিটি ট্রাক ও কভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, কাঁচামাল ব্যবসায়ী সমিতি ও কৃষি বিভাগসহ স্থানীয়দের সহযোগিতায় হয়ে উঠছে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশেই গড়ে উঠেছে টাঙ্গাইলের মধুপুরের জলছত্র কৃষি পন্যের বাজারটি । এ বাজারে দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ফড়িয়া আসে, কৃষি পন্য সরবরাহ হয় সারাদেশে। যে কারণে বাজারটি খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। বছরের কোটি কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে এ বাজারে। জানা গেছে, মধুপুরের লাল মাটি কৃষি ফসল চাষাবাদের জন্য বিশেষ উপযোগী। খরা বন্যার প্রভাব পড়ে না। উঁচু উর্বর মাটি। সহজেই যে কোন ফসল চাষ করা যায়। খরা বা বর্ষাকালেও চলে আবাদ ফসল। বর্ষায় সহজে পানি উঠে না। খরায়ও ফসল পুড়ে না। গড় অঞ্চলের মাঝে মাঝে রয়েছে বাইদ বিল নালা। বৃষ্টি হওয়ার পরপরই পানি নিষ্কাশন হয়ে যায়। যে কারণে সারাবছরই ফসল ফলে।এ অঞ্চলের প্রধান ফসল হচ্ছে আনারস, কলা, পেঁপে, আদা, হলুদ, কচু ও সবজি। গড়ের মাটি বেশির ভাগই বন আর উঁচু ভূমি। উঁচু এলাকায় আনারস কলা পেঁপে আদা কচু হলুদসহ অন্যান্য ফসল আর নিচুতে ধান ও শীতকালে সবজি চাষ হয়ে থাকে। যে কারণে সারা বছরই মৌসুমভিত্তিক ফল ফসল পাওয়া যায়। বৈচিত্র্য্যময় মাটির কারণেই এমন আবাদ ফসল হয়ে থাকে বলে জানান স্থানীয় কৃষক ও কৃষি বিভাগ।কৃষি বিভাগের তথ্যে মোতাবেক, ৩৭০.৮৪ বর্গকিলোমিটার আয়তনের ২৭০ টি গ্রাম নিয়ে গঠিত উপজেলায় ১৩১ টি মৌজায় কৃষি ব্লক সংখ্যা ৩৪ টি। ভূমিহীন ক্ষুদ্র মাঝারি প্রান্তিক ছোট বড় মিলে ৬০,৮৪৩টি কৃষি পরিবার রয়েছে। উঁচু নিচু মিলে কোট কৃষি জমির পরিমান ২৬,৯৫০ হেক্টর। নিট, এক ফসলি দুই ফসলি তিন ফসলি চার ফসলের অধিক ব্যবহৃত জমির পরিমান ৫১,৬১৫হেক্টর। ফসলের নিবিড়তা ১৯৫%। বোরো আমন ১০,৪১৫ হেক্টর, আনারস ৬,৬২৭ হেক্টর, সরিষা বোরো আমন ২১০০ হেক্টর, কলা ১৯৪৫ হেক্টর, ভুট্রা- সবজি ১৭৯৬ হেক্টর আদা ৫৯২ হেক্টর, হলুদ ৭৬২ হেক্টর, আলু- সবজি ১২৬ হেক্টর ছাড়াও কাসাবা মুখি কচু , পেয়ারা, আম,কফি, ড্রাগণ ও মিশ্র ফসলসহ বিভিন্ন কৃষি ফসল চাষাবাদ হয়ে থাকে। পিরোজপুর গ্রামের কৃষক দুদু মিয়া (৪৫) জানালেন, মধুপুরে সারা বছরই কোন না কোন ফসল চাষ হয়। এসব ফসল বিক্রি করার জন্য স্থানীয় জলছত্র বাজারে বিক্রি করা যায়। জলছত্র ট্রাক ও কর্ভাডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ বলেন, জলছত্র এ বাজারটি কৃষি পণ্যের জন্য বিখ্যাত। বারো মাসই ফসল থাকে। সারা দেশ থেকে ব্যাপারী আসে। বেচা কেনা হয়। সারা দেশেই সরবরাহ হয়ে থাকে। কলার পাইকার হাবিজুল ইসলাম জানান, কলার বাজার শনিবার বাদে প্রায় প্রতিদিন। বাগান থেকে কৃষকরা সরাসরি বাজারে নিয়ে আসে নগদ দামে বিক্রি করে চলে যায়। পাইকারা বিভিন্ন জেলা থেকে আসে। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকির আল রানা জানান, মধুপুরের মাটি আবহাওয়া ভূ-প্রকৃতি কৃষি ফসলের জন্য বিশেষ উপযোগী। আনারস কলা পেঁপে ধান পাট চা কফি কাজুবাদাম আদা হুলদ কচু ড্রাগনসহ প্রায় সব ধরণের ফসল সহজেই চাষ করা যায়। মধুপুরের মাটির গুণাগুণ বন্যা মুক্ত উঁচু থাকায় সারাবছরই নানা ধরনের সবজি ফলের চাষ করে কৃষকরা দিন দিন এগিয়ে যাচ্ছে। এ ফসলের কারণে দেশখ্যাত জলছত্র বাজারে বছরে কোটি কোটি টাকার কৃষি পণ্য বেচাকেনা হয়ে থাকে।

এ বিভাগের আরো খবর