বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনবল সংকটে সোনাইমুড়ী পরিবার পরিকল্পনা বিভাগ, সেবা বঞ্চিত মানুষ

  • খোরশেদ আলম, নোয়াখালী উত্তর   
  • ৯ অক্টোবর, ২০২৫ ১৮:৪৪

নোয়াখালীর সোনাইমুড়ী পরিবার পরিকল্পনা বিভাগের ১১০টি জনবলের মধ্যে ৪৫টি পদই শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে জনবল সংকটের ফলে উপজেলা স্বাস্থ্যসেবার কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাইমুড়ী উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) পদে ডাক্তার নুরুল আফসার ছিলেন। তিনি ২০২৪ সালের নভেম্বর মাসে পার্শ্ববর্তী ফেনী জেলায় বদলি হওয়ার পর এ পথটি শূন্য হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী ৩টি পদই শূন্য রয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ৪টি অনুমোদিত পদের মধ্যে ৩টি পদ শূন্য রয়েছে। আমিশাপাড়া ইউনিয়নের সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মমতাজ বেগম একাই সোনাপুর ও নাটেশ্বর ইউনিয়নে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা অনুমোদিত পদের ১০টি আছে ৬ জন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ১০টি আছে ৮ জন, পরিবার কল্যাণ সহকারী ৫৯ জনের বিপরীতে ৪৩ জন কর্মরত আছেন। এছাড়া অফিস সহায়ক ২টির মধ্যে ২টি পদই শূন্য দীর্ঘ বছর। নিরাপত্তা প্রহরী ৪ জনের বিপরীতে ২ জন ও আয়া ১১ জনের বিপরীতে ৪ জন কর্মরত আছেন।

তবে প্রত্যন্ত অঞ্চলের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু করেছে। এসব কেন্দ্রগুলোতে বিনামূল্যে মা ও শিশুদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, পরিবার পরিকল্পনা, ওষুধ সরবরাহসহ নানা ধরনের সেবা দেওয়া হয়। কিন্তু জনবল সংকটের কারণে এই গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হচ্ছে।

সোনাইমুড়ী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মচারী জানান, এ উপজেলায় জনবল সংকট থাকায় সেবা প্রদানে হিমশিম পোহাতে হচ্ছে। এতে রোগীদের চিকিৎসা প্রদানে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজনীন আক্তার বলেন, এখানে তীব্র জনবল সংকট রয়েছে। জন্ম বিরতিকরণ পদ্ধতির জন্য সকল প্রকার ওষুধ পর্যাপ্ত মজুত থাকলেও ইউনিটকর্মী কম থাকায় সব মানুষের কাছে সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না।

এ বিভাগের আরো খবর