বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টিবি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে বরিশালের রাজিয়া

  • বরিশাল ব্যুরো    
  • ৮ অক্টোবর, ২০২৫ ২১:৪১

মাত্র ১৮ বছর বয়সেই মৃত্যুর সঙ্গে লড়ছেন বরিশালের ভাটার খাল এলাকার রাজিয়া। ফুসফুসে পানি জমে যাওয়া ও টিবি যক্ষ্মা রোগে আক্রান্ত এই তরুণী এখন বিছানায় কাতরাচ্ছেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

বরিশাল নগরীর ১০নং ওয়ার্ডের ভাটার খালবস্তি এলাকার দিনমজুর আবদুল রাজ্জাক ফকিরের মেয়ে রাজিয়া। প্রায় পাঁচ মাস আগে হঠাৎ জ্বর ও কাশিতে ভুগতে শুরু করেন তিনি। প্রথমে স্থানীয় ফার্মেসির ওষুধে জ্বর কমলেও কাশি কমছিল না। পরে ডাক্তারের পরামর্শে পরীক্ষা করলে জানা যায়, তিনি টিবিতে আক্রান্ত। চিকিৎসা নিতে নিতে ফুসফুসে পানি জমে যায়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অভাবের কারণে তা করা সম্ভব হচ্ছে না।

যক্ষ্মা রোগে আক্রান্ত রাজিয়া বলেন, ফুসফুসে পানি জমে গেছে। ডাক্তার বলেছেন, অপারেশন করা খুব জরুরি। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, ততদিনই বাঁচব। মাঝে মাঝে কষ্টে মনে হয়, মরে যাই।

রাজিয়া বলেন, রোগে আক্রান্ত শুনে স্বামী আমাকে আর সন্তানকেও ছেড়ে গেছে। এখন মেয়েটার মুখটাও দেখতে পারি না। একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট কিছু হতে পারে না।

বাবা রাজ্জাক ফকির বলেন, বয়সের কারণে এখন কাজ করতে পারি না। আগের মতো ভ্যান চালাতে পারি না। আমার মেয়ের টিবি ধরা পড়ার পর তার স্বামী ৩ বছরের সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। মেয়ে এখন আমার কাছে পড়ে আছে, অথচ চিকিৎসার খরচ জোগাতে পারছি না। এটা এক অসহ্য কষ্ট।

অসহায় বাবা রাজ্জাকের চোখে এখন একটাই আকুতি মেয়েটাকে বাঁচাতে দেশের বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন। চিকিৎসায় সাহায্য পাঠাতে বাবা আবদুল রাজ্জাক ফকিরকে ০১৭৬২-৫৫২৮৭৯ এই নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর