নোয়াখালীর সোনাইমুড়ীতে ৭ বছর ধরে এক্স-রে মেশিন বন্ধ থাকার পর আবার রোগীদের নির্ভুল চিকিৎসাসেবা দিতে চালু হলো ডিজিটাল এক্স-রে মেশিন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশরাত জাহান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা হেলথ কেয়ার প্রকল্পের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার রিয়াজ উদ্দিন, ডাক্তার শফিকুর রহমান, তাহামিনা আলম, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, এক্সরে টেকনোলজিস্ট মোহাম্মদ সেলিম, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ইলিয়াস মামুন প্রমুখ।
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৯৯২ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ব্যবস্থা চালু হয়। কিন্তু চালুর পর থেকেই মেশিনটি কয়েকবার মেরামত করা হয়। গত ৭ বছর ধরে এক্সরে মেশিন বিকল হাওয়ায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে অতিরিক্ত ফি দিয়ে এক্সে-রে করাতে বাধ্য হন রোগীরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশরাত জাহান বলেন, এক্স-রে মেশিন চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠানোর পরে এই আধুনিক (৫০০ এম এম) মেশিনটি হাসপাতালে দিয়েছেন। নোয়াখালীর অন্য কোনো সরকারি হাসপাতালে এ উন্নত মানের এক্সরে মেশিন নেই। রোগীরা সরকারি ফি দিয়ে এখানে এক্সেরে করতে পারবেন। তবে ডিজিটাল এক্স-রে মেশিনে রোগীদের রোগ নির্ণয়ে সুবিধা হবে।