ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাস্তার মূল ফটকে অবৈধভাবে দোকান বসিয়ে বাসায় প্রবেশে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। এতে করে চরম বিপাকে পড়েছে চিকিৎসক ও তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার দ্রুত দোকান উচ্ছেদের দাবি জানিয়ে ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন গরুহাটার বটতলাসংলগ্ন কাঁচাবাজার এলাকায় সিরাজগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. শহীদুল ইসলাম খান তার পরিবার-পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সম্প্রতি তার বাসার প্রধান ফটকের সামনেই অনুমোদনহীনভাবে চায়ের দোকান বসানো হয়েছে। এতে করে তাদের বাসায় প্রবেশ-প্রস্থান ব্যাহত ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
সরেজমিনে সোমবার পুরাতন গরুহাটার বটতলাসংলগ্ন কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে শহীদুল ইসলাম খান এর বাসার গেইটের সম্মুখে বাশের খুঁটি ও তাঁবু টানিয়ে চায়ের দোকান দেওয়া হয়েছে। দোকানটির এক পাশ দিয়ে টিন দিয়ে বেড়া দেওয়া। আরেক পাশ দিয়ে দোকানের লোকজন বসার জন্য চেয়ার বিছিয়ে রাখা হয়েছে। গেটের সামনে প্রতিবন্ধকতা থাকায় সরু পথ দিয়ে ন্যুব্জ হয়ে কোনোরকমে পরিবারটিকে যাতায়াত করতে হচ্ছে। সম্পূর্ণ গেটিটি খুলতে না পারায় তাও মরিচা ধরে নষ্ট হচ্ছে।
ডা. শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, এর আগেও উপজেলা প্রশাসন দুবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানটি উচ্ছেদ করেছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পুনরায় আবার দোকান বসানো হয়েছে। এতে আমাদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। এ থেকে রেহাই পেতে স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অন্যদিকে বাসার প্রবেশপথে দোকান দেওয়া চা দোকানি অভিযুক্ত মো. আরিফ দাবি করেন, দোকানটি অবৈধ নয়। তিনি বলেন তারা অবৈধভাবে দোকান বসায়নি । এটা তাদের নিজস্ব জমি। জমির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে। তবে সেসময় তিনি কাগজপত্র দেখাননি।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই ওই স্থানে দোকান বসানো ও একাধিকবার উচ্ছেদের ঘটনা ঘটছে। এতে শুধু সংশ্লিষ্ট পরিবার নয়, আশপাশের এলাকাবাসীর মধ্যেও অসন্তোষ বিরাজ করছে। অস্থায়ীভাবে দোকান দিয়ে ডাক্তারকে বেকায়দায় ফেলা হয়েছে।
এ ব্যাপারে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ারকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।