রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে আরেকজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় দগ্ধ তানভীর (৯)। এ নিয়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তানভীরের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সোমবার সকালে সে মারা যায়। গত ২৪ সেপ্টেম্বর মারা যান তানভীরের বাবা তুহিন হোসেন (৩৮)। তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।
বর্তমানে দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন— মা ইবা আক্তার (৩০) ও তার ছেলে তাওহীদ (৭)
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর বউবাজার এলাকায় সাত তালা ভবনের একটি বাসায় এসি বিস্ফোরণ ঘটলে দগ্ধ হন একই পরিবারের চারজন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ইউনিটে ভর্তি করা হয়।