বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ষষ্ঠীর মধ্যদিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৫৬

আজ রোববার থেকে ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনিতে ষষ্ঠীপূজার মধ্যদিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।এদিকে সারাদেশের ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন প্রশাসন। গত বছর সারাদেশের ৩১ হাজার ৪৬১টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল। যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৯৪টি দুর্গাপূজা বেশি হচ্ছে।দৈনিক বাংলার ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত তুলে ধরা হলো।আহসান হাবিবুল আলম, চট্টগ্রাম: ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনিতে ষষ্ঠীপূজার মধ্যদিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আজ থেকে। ধূপ-ধুনুচি, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি, শাঁখের আওয়াজ আর ঢাকের তালে মুখরিত হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। গত ২১ সেপ্টেম্বর রোববার ছিল শুভ মহালয়া। মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু হয়। পঞ্চমীর দিনে মণ্ডপে মণ্ডপে ছিল দেবীর বরণ ও চণ্ডীপাঠ। দুর্গাতিনাশিনী দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে শুরু হয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আজ থেকে ষষ্ঠীর মাধ্যমে শুরু হলো মূল উৎসব। গত বছরের চেয়ে ১৯টি বেড়ে চট্টগ্রাম জেলায় ও নগরে এবার সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা ১ হাজার ৯০৬টি। যার মধ্যে জেলায় ১ হাজার ৬১৪টি ও নগরীতে ২৯২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দুর্গাপূজা হচ্ছে বেশ কিছু পারিবারিক মণ্ডপেও।দুর্গাপূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। চট্টগ্রামের প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করার পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসন, পুলিশ, রাজনৈতিক দলের নেতা এবং পূজা উদযাপন পরিষদের সদস্যদের নিয়ে এরই মধ্যে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছে।এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা বিবেচনায় এবার পূজামণ্ডপকে তিনভাগে ভাগ করে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪০টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। বাকিগুলোতেও কঠোর নজরদারি রাখা হবে। জেলা পুলিশের পক্ষ থেকে পূজামণ্ডপের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতিতে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের ০১৩২০-১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতীক। পূজা উদযাপন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় মজুমদার দোলন বলেন, ‘এবার জেলায় সর্বজনীন মণ্ডপের সংখ্যা ১৯টি বেড়ে ১ হাজার ৬১৪টি হয়েছে। পূজা উদযাপনের সব প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আশা করছি, সুন্দরভাবে পূজা সম্পন্ন হবে।চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ জানান, এবার সর্বজনীন পূজামণ্ডপের সংখ্যা ২৯২টি। আমরা ইতোমধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সিএমপি কমিশনার, জেলা প্রশাসকের সঙ্গে মিটিং করেছি। সেখানে সুন্দরভাবে দুর্গোৎসব ও প্রতিমা বিসর্জনের বিষয়ে আলোচনা হয়েছে।আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সমাপ্তি হবে।পূজার কেনাকাটায় জমজমাট চট্টগ্রামের মার্কেট: দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটায় জমে উঠেছে চট্টগ্রামে চট্টগ্রামের মার্কেটগুলো। প্রতিদিন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নগরের বিভিন্ন বিপণিবিতান, বাজার ও শপিংমলে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। ক্রেতাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবার পণ্যের দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন, দাম গত বছরের মতোই রয়েছে। কিছু কিছু পণ্যে দাম বেড়েছে। অনেকে এবার ভারতীয় কাপড় চাইছেন, যার দাম স্থানীয় কাপড়ের চেয়ে স্বাভাবিকভাবেই বেশি।পূজার কেনাকাটায় জামা-কাপড় ও অলংকারে আগ্রহ বেশি ক্রেতাদের। কিশোরী ও তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে নতুন ডিজাইনের শাড়ি, থ্রি-পিস ও গয়না। পুরুষদের পাঞ্জাবি, শার্ট, জিন্স ও ফ্যাশনেবল জুতো বিক্রি হচ্ছে ব্যাপকহারে। নগরীর নিউমার্কেট, টেরিবাজার, মিমি সুপার মার্কেট, আফমী প্লাজা, সানমার ওশান সিটি ও রিয়াজ উদ্দিন বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। পূজা উপলক্ষে বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।জানা গেছে, পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক মণ্ডপগুলোর খোঁজ-খবর নিচ্ছেন পুলিশ। এছাড়া প্রতিটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ করেছেন উপজেলা প্রশাসন। একই সাথে প্রতিদিন একজন করে সরকারি কর্মকর্তা এসব মণ্ডপগুলো মনিটরিং করার কথা রয়েছে।এ বছর ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় ৬৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। স্বাচ্ছন্দ্যে পূজা পালনের জন্য পুলিশ মণ্ডপগুলোকে সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ তিনটি স্তরে ভাগ করে নিরাপত্তার চাদরে ডেকে রেখেছেন। অধিক গুরুত্বপূর্ণ জায়গায় সার্বক্ষণিক পুলিশ দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশের মোবাইল টিম আছে তারাও নিয়মিত তদারকি করবেন। একই সাথে প্রতিটি মণ্ডপে ৬ জন করে আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

শ্রী অভিলাস চন্দ্র পাল বলেন, এবার দুর্গাপূজা উপলক্ষে প্রসাশন আমাদের মুহুর্মুহু খবর নিচ্ছেন। অতীতের তুলনায় এ বছর প্রশাসন সর্বোচ্চ তদারকি করছেন।বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সঞ্জিব জানান, বরাবরের চেয়ে এবার আমাদের বেশি নিরাপত্তা দেওয়া হয়েছে। আগামীকাল ২৯ তারিখ থেকে পূজার মূল কার্যক্রম শুরু হবে। পূজার ৪ দিন আগে থেকেই এবার আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশের একটি টিম ৩ ঘণ্টা পরপর মণ্ডপগুলোর খোঁজ-খবর নিচ্ছেন। প্রশাসনের এমন নিরাপত্তা কার্যক্রমে আমরা তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ।ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকেও রয়েছে গোয়েন্দা নজরদারি। প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। কেউ যদি অপ্রীতিকর ঘটনার চেষ্টা করে, তাকে কঠোর হস্তে দমন করা হবে। কাজেই কোনো প্রকার হুমকি নেই। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজা উদযাপনের ব্যাপারেও আশ্বস্ত করছেন।রাঙামাটি প্রতিনিধি: পার্বত্য জেলা রাঙামাটিতে চলছে শারদীয় দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। আজ রোববার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক পূজা। এবারের পূজার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

উৎসবকে ঘিরে প্রতিটি মণ্ডপে চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃ মন্দিরের দুর্গোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিশু সাহা বলেন, ‘আমাদের প্রতিমার সাজসজ্জার কাজ শেষ হয়েছে। বর্তমানে মঞ্চের সাজসজ্জা চলছে। আমরা সকল ধর্ম-বর্ণের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি, যেন সুষ্ঠুভাবে এ উৎসব সম্পন্ন করতে পারি।’অন্যদিকে, শহরের কাঁঠালতলী সার্বজনীন শ্রী শ্রী দুর্গামাতৃ মন্দির উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পুলক শীল বলেন, ‘রাঙামাটির প্রশাসনের কাছে আমাদের আবেদন- এখানকার পাহাড়ি-বাঙালি সকলে মিলেমিশে যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারি।’রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার জেলায় ৪৫টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, উৎসবের আমেজে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কান্তি মহাজন বলেন,‘বিগত বছরের মতো এবার পূজার সাবিক প্রস্তুতি গ্রহণ করেছে মন্দিরগুলো। এবার রাঙামাটিতে ৪৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং সংশ্লিষ্ট সকলেই আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ও সহযোগিতা করে যাচ্ছেন। এ জন্য জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই।’এ প্রসঙ্গে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন,‘দুর্গাপূজার নিরাপত্তায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভির আওতায় আনা হবে। থাকবে স্বেচ্ছাসেবক টিম, ২৪ ঘণ্টার মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম, এবং প্রতিটি মন্দিরে জরুরি ফোন নম্বর ব্যানারে টাঙানো হবে।’প্রশাসনের কড়া নিরাপত্তাব্যবস্থা ও সবার সহযোগিতায় দুর্গোৎসবের মাধ্যমে রাঙামাটিতে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি ছড়িয়ে পড়বে- এমন প্রত্যাশা করছেন সবাই।কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলায় মৃৎশিল্পীরা শারদীয় দুর্গোৎসবে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে। মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার আঁচড়ে চলছে দিন-রাত রং-তুলি ও সাজসজ্জার কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মূল আনুষ্ঠানিকতা শেষ ঘরে ঘরে দেবী দুর্গার শারদীয় দুর্গোৎস আগমনী বার্তা বয়ে বেড়াচ্ছে। দেবী দুর্গাকে স্বাগত জানাতে উপজেলার হিন্দু এলাকায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। এবার কেশবপুর উপজেলায় ৯৭টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। উপজেলায় জমজমাট শারদীয় দুর্গাপূজা আয়োজনে দেখা যায় মৃৎশিল্পীরা কাদামাটি, খড়কাঠ সংগ্রহের কাজ শেষ করে বিভিন্ন রং-তুলির আঁচড়ে, আবার কোথাও শাড়ি ও কাপড়, স্বর্ণালংকার এ সাজে ব্যস্ত হয়ে পড়ছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই কার্যক্রম। এখন শারদীয় দুর্গোৎসবে মেতে ওঠার অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসবকে ঘিরে মৃৎশিল্পীদের মাঝে দেখা দিয়েছে কর্মব্যস্ততা। দিন-রাত কাজ করে শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে প্রতিমা। আজ রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব ও দেবী দুর্গাকে বরণ করার জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা। পরবর্তী মণ্ডপে মণ্ডপে চলছে বরণের প্রস্তুতি। দিনগুলোতে একের পর এক অনুষ্ঠিত হবে সপ্তমী, অষ্টমী নবমী, আর আগামী বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসজনের মধ্যে দিয়ে সম্পন্ন হবে এই মহোৎসব। প্রতিমা শিল্পী সুকুমার পাল জানান, মা দুর্গার আগমনে আমাদের কাজের চাপ বেড়েছে। যেহেতু সময় ঘনিয়ে আসছে তাই আমাদের চাপও বেশি। গত কয়েক বছর ও করোনা ভাইরাসের জন্য তেমনভাবে দুর্গাপূজার প্রতিমা বানানো হয়নি। এবার করোনার চাপ কম বলে, দেশ স্থিতিশীল থাকায় দুর্গাপূজায় ব্যাপকভাবে প্রতিমা তৈরিতে আমরা ব্যস্ত। উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সুকুমার সাহা জানান, পূজার সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিমা কারিগরদের ব্যস্ততা। আর পূজাকে ঘিরে উপজেলায় চলছে রাত-দিন প্রতিমা সাজসজ্জার কাজ।কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার রেকসোনা খাতুন জানান, এবার কেশবপুর উপজেলায় ৯৭টি মণ্ডপে দুর্গাপূজা হবে। প্রত্যেকটি পূজামণ্ডপে আলাদা আলাদা আইনশৃঙ্খলা বাহিনী থাকবে ও কমিটি গঠন করা হয়েছে। পূজামণ্ডবে সিসিক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এবং শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে পালন করা যায় সেদিকে সার্বক্ষণিক নজরদারি থাকবে।মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে রাতের আধারে মন্দিরের ভেতরে ঢুতে মন্দিরের কালী প্রতিমাকে ভাঙচুরের ঘটনা ঘটেছে।গত শুক্রবার দিবাগত রাতে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া এলাকার একটি কালীমন্দিরের কালী প্রতিমার হাত ও মাথা ভাঙচুর করে দুষ্কৃতরা।স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে কালীমন্দিরের হাত-মাথা ভাঙা দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানাই। এরপর মন্দির পরিচালনা কমিটির সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধিকে জানানো হয় এবং তারা বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। এরপর পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্দির পরিদর্শন করেন।মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস জানান, আমাদের এলাকায় কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ নেই। হিন্দু-মুসলমান সবাই একত্রে মিলেমিশে বসবাস করি। কিন্তু দুর্গাপূজার আগে কে বা কারা এমন জঘন্য কাজ করল, সেটা বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে, পূজায় এলাকায় অশান্তি ও জনগণের মনে ভীতি সৃষ্টির জন্য এমন কাজ করেছে দুষ্কৃতরা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীতের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ বিষয়ে শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দুষ্কৃতরা রাতের আঁধারে মূর্তির হাত-মাথা ভেঙে পালিয়ে গেছে। মন্দিরটি এলাকার নির্জন স্থানে অরক্ষিত ছিল ওসি জানান।রুমা (বান্দরবান) প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বান্দরবানের রুমা বাজার কেন্দ্রীয় হরি মন্দিরে প্রস্তুতি প্রায় শেষ হয়েছে- শারদীয় দুর্গোৎসব। প্রস্তুতির অংশ হিসেবে গতকাল শনিবার ষষ্ঠী তিথিতে কল্পারম্ভ, বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাস- এই চারটি ধাপের মাধ্যমে দেবীর মূল পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। উৎসব উপলক্ষে রঙিন আলোকসজ্জা ও নির্মাণশৈলী খচিত প্রতিমা সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণে। মূল অনুষ্ঠান শুরু- আজ রোববার সকালে আনুষ্ঠানিকতা পূজার পর থেকে শুরু হবে- ধর্মীয় কীর্তন ও নৃত্যের মাধ্যমে ভক্তিমুখর পরিবেশ।সন্ধ্যা ৭টায় শারদীয় দুর্গোৎসবের তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মনগ্রসাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর হোসেন উপস্থিত থাকার কথা রয়েছে।সংশ্লিষ্টরা জানায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবে স্থানীয় পাহাড়ি-বাঙালি নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগমে উৎসবটি প্রতি বছর ন্যায় রূপ নেয় এক মিলনমেলায়।সূত্র জানায়, নিরাপত্তা নিশ্চিতে মন্দির এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিক্যামেরা। পুলিশ, আনসার ভিডিপি সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। উপজেলা প্রশাসন এ সময় একটি কন্ট্রোল রুমও (০১৮৯৪৯৫০৩০৪) চালু করেছে।উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক পনলাল চক্রবর্তী জানান, দুর্গোৎসব প্রাণবন্তভাবে সম্পন্ন করতে ৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এ অর্থ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তা ও সনাতন ধর্মাবলম্বীদের অনুদানে সংগ্রহ করা হয়েছে।আগামী ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। যথাযথভাবে উৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি রুমার পাহাড়ি-বাঙালি অধিবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন কমিটির আহ্বায়ক পনলাল চক্রবর্তী।গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রবিবার থেকে আনুষ্ঠিকভাবে শুরু হয়েছে। এ কারণেই রাত জেগে রংতুলি দিয়ে প্রতীমা সাজাতে ব্যস্ত কারিগররা।এদিকে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে গভীর রাতেও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ইউওনও মো. নাহিদুর রহমান।গত শুক্রবার মধ্যরাতে উপজেলার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আনসার ও পুলিশ সদস্যদের খোঁজ-খবর নিয়ে দিকনিদের্শনামূলক বিভিন্ন পরামর্শ দেন। পূজা উদযাপন কমিটির সদস্যদের সমস্যার কথা শোনেন সমাধানের ব্যবসস্থা নেন।ইউএনও নাহিদুর রহমান বলেন, উপজেলায় এবার ২৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। পূজা উদযাপনে সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসন কাজ করছে। আশা করি বিগত দিনের চেয়ে এবার সকলের সহযোগিতায় আরও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠিক হবে।তিনি আরও বলেন, বর্তমান সরকারের কথা সাধারণ মানুষকে প্রশাসনের কাছে যেতে হবে না প্রশাসন সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। সেই লক্ষ্যে কাজ করছি।

এ বিভাগের আরো খবর