বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে ‘মেধা উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৩

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সৈয়দ হারুন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মেধা উৎসব ২০২৫’। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ৯৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন এবং সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোঃ আবদুস ছাত্তার (বিএসসি, এলএলবি, এমএড)।

এছাড়াও অনুষ্ঠানে বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সৈয়দা শারমিন আক্তার, বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিন উল্যাহ বিএসসি, নবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুরশিদ হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আমিরুজ্জামান, ফাউন্ডেশনের আহ্বায়ক ইমরান হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সর্বোচ্চ গড় নম্বর অর্জনকারী দুই শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। বাকি ৯৬ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা সনদ দেওয়া হয়। একইসঙ্গে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জিপিএ-৫ (A+) অর্জনের জন্য বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়কে সেরা প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সর্বোচ্চ পাসের হার অর্জন করে সেনবাগ উপজেলায় সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি পায় নবীপুর উচ্চ বিদ্যালয়। মাদ্রাসা পর্যায়ে কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জন করে এবং ভোকেশনাল পর্যায়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয় হোসনা হোসাইন টেকনিক্যাল ইনস্টিটিউট। প্রতিটি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মেধাবী প্রজন্মই আগামীর আলোকবর্তিকা।” তারা আরও উল্লেখ করেন, শুধু ভালো ফল নয়, বরং মানবিক মূল্যবোধ, সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম ধারণের মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে। অতিথিরা কৃতী শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের ত্যাগ ও অবদানকেও স্বীকৃতি জানান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে বড় লক্ষ্য অর্জনে সহায়ক হবে। একইসঙ্গে তারা সেনবাগের শিক্ষা অঙ্গনে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সেনবাগ উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়, যেখানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

এ বিভাগের আরো খবর