কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিষ্ঠানটির ০৬টি টেকনোলজি থেকে মোট ২০টি উদ্ভাবনী প্রকল্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করে এ মাল্টি লেভেল ব্রিজ ডেট কন্টেইস রেলওয়ে অ্যান্ড রোডওয়ে( A Multi-level Bridge that Contains Railway and a Roadway), দ্বিতীয় স্থান অর্জন করে রভো গার্ড স্মার্ট ভেহিক্যাল সেফটি সিস্টেম ( Robo Guard Smart Vehicle safety system) এবং তৃতীয় স্থান অর্জন করে ফ্লটিং হাউজ (Floating house) শীর্ষক উদ্ভাবন।
কম্পিটিশনে তিন সদস্য বিশিষ্ট বিচারকের দায়িত্বে ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো: রেজাউল করিম, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী ফরিদ উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (শিক্ষা) মোঃ মনিরুজ্জামান।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন
Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় আয়োজিত উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শোয়াইব আহমাদ খান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের আঞ্চলিক পরিদর্শক মুহাম্মদ ছাদেকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তৃতায় শোয়াইব আহমাদ খান বলেন, কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি দেশব্যাপী সরকারি- বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ মোট ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে
অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি শিক্ষাঙ্গণের সর্ববৃহৎ এ প্রতিযোগিতা আয়োজন করে।
সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় ফেনীর স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, কলকারখানা ও সুশীলসমাজের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং জাতীয় পর্বের প্রতিযোগিতা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী তিনটি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের প্রদান করা হবে আকর্ষণীয় পুরস্কার।