বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একীভূত হচ্ছে এনসিপি ও গণঅধিকার পরিষদ

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ একীভূত হওয়ার ইতিবাচক আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

এক্ষেত্রে ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয়, সেজন্য বিশেষভাবে অনুরোধ করেছেন তিনি। রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন অনুরোধ জানান।

রাশেদ খাঁন লিখেছেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথচলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। যেহেতু গণঅধিকার পরিষদ ও এনসিপির নেতাকর্মীদের অনেকের ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২০১৯ সালের ডাকসু নির্বাচন, ২০২১ সালের মোদির আগমন বিরোধী আন্দোলনসহ রাজপথে একসাথে পথচলার দীর্ঘ ইতিহাস রয়েছে, রয়েছে একসাথে রাজনীতি করারও ইতিহাস।

২০২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্লাটফর্মে এনসিপি ও গণঅধিকার পরিষদের একসঙ্গে আন্দোলন করার কারণে একটা সখ্যতা আছে উল্লেখ করে রাশেদ লিখেছেন, এই দেশের জনগণেরও একটা প্রত্যাশা আছে, তরুণরা ঐকবদ্ধ হয়ে কাজ করুক। সেই জায়গা থেকে আমরা আলোচনা ইতিবাচকভাবে চালিয়ে যাচ্ছি।

একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে পজিটিভ দৃষ্টিভঙ্গি বিরাজ করছে জানিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন অনুরোধ করেছেন, ঐক্য বাধাগ্রস্ত হয় এমন কোনো মন্তব্য যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে না করা হয়।

এদিকে বিদ্যমান রাজনৈতিক দৃশ্যপটে ‘তিনটি ব্লক’ হচ্ছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, স্বতন্ত্রভাবে এনসিপির নেতৃত্বে একটি ব্লক আসছে; তরুণদের নিয়ে এটা হবে সবচেয়ে বড় জোট।

গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির একীভূত হওয়ার গুঞ্জনও নিশ্চিত করেছেন তিনি।

গতকাল সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এ এনসিপি নেতা।

নিবন্ধন প্রত্যাশী এনসিপি আগামীতে শাপলা প্রতীকে ভোট করে দেড়শ আসন পাবে বলে দাবি করেন নাসীরুদ্দীন।

মুখ্য সমন্বয়ক বলেন, ‘যেহেতু রাজনৈতিক দৃশ্যপটে তিনটি ব্লক হতে যাচ্ছে— একটি ইসলামিক ব্লক এরই মধ্যে হয়ে গেছে; বিএনপির নেতৃত্বে একটি ব্লক হচ্ছে; আর আমাদের নেতৃত্বে একটি ব্লক হচ্ছে।’

বিএনপি-জামায়াতের ব্লকে এনসিপি যাচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যেহেতু বিএনপি না, এজন্য বিএনপির ব্লকেও যাচ্ছি না। আমরা যেহেতু জামায়াত না, এজন্য জামায়াতের ব্লকেও যাচ্ছি না। আমরা স্বতন্ত্র।’

নিজেদের অগ্রযাত্রায় এনসিপির ব্যানারে তরুণদের নিয়ে একত্রে কাজ করা হবে এবং গণমাধ্যমে তুলে ধরা হবে বলে জানান তিনি।

গণঅধিকার পরিষদ এনসিপির সঙ্গে একীভূত হচ্ছে কিনা জানতে চাইলে ‘হ্যাঁ’ বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘কথাবার্তা চলছে; আমরা সম্মত হয়েছি। কী প্রক্রিয়ায় আসবে, এটা পলিসিগত জায়গা। আদর্শগত বিষয় স্পষ্ট করেছি। কয়েকটা আসন বা দেনাপাওনার বিষয় না; আদর্শিক লড়াই রয়েছে।’

নাসিরুদ্দীন বলেন, ‘আমরা এই গণঅভ্যুত্থানের সময় ইশতেহার দিয়েছিলাম। আমরা বলেছিলাম, যেহেতু ‘ফ্যাসিবাদী’ ব্যবস্থার বিলোপ হয়নি, আমাদের সামনে দীর্ঘ লড়াই রয়েছে। ফলত ওই জায়গা থেকে গত ১৫ বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য।’

‘আমরা তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে, আমরা একসঙ্গে কাজ করব। কিন্তু কী প্রক্রিয়ায় এটা হবে, সে বিষয়ে এখনো কথাবার্তা চলছে, ফাইনালি জানাব।’

গেল ১৫ বছরে যত ব্যানার হয়েছে, সবগুলোকে একীভূত করা হচ্ছে বলে জানান এনসিপি মুখ্য সমন্বয়ক।

‘বৃহত্তর তরুণদের এলায়েন্স আসছে। ইনশাহআল্লাহ, এনসিপির হাতে ১৫০ টা আসন থাকবে।’

তিনি বলেন, ‘এটাও আমরা বিবেচনায় রেখেছি, যেখানে জামায়াত থেকে তরুণরা দাঁড়াবে, যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, বিএনপি থেকেও যে তরুণ সমাজ অংশগ্রহণ করেছে, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায়, যারা ভালো মানুষ, তাদের প্রতি মৌন সমর্থন দেব।’

এনসিপির এ নেতা বলেন, ‘এটা দেশবাসীর সামনে স্পষ্ট করতে চাই, আগামীতে সংসদটা হবে, সেখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না। এটা দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। এবার ব্যালট রেভ্যুলেশন হবে। ভোটিং প্রসেস থেকে, সব জায়গা থেকে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হারিয়ে যাবে ইনশাআল্লাহ।’

গণঅধিকার পরিষদ যদি এনসিপির সঙ্গে একত্রিত হয়, তাহলে কোন প্রতীক থাকছে- এমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, ‘দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকেই থাকবে। অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে এবং এনসিপির অধীনে আরও অনেক দল আসছে। এটা আমরা বড় ধরনের একটা পার্টি করতে যাচ্ছি। ফলে অনেকগুলা দল অনেকগুলা মত অনেকগুলা ব্যানার ইনশাল্লাহ এনসিপির ব্যানারে চলে আসবে।’

এ বিভাগের আরো খবর