বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঠিকাদারের অনিয়ম নিয়ে কথা বললেই সড়কের কাজ বন্ধ

  • ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি   
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৪

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ময়মনসিংহ অঞ্চল পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আছিম পাটুলি ইউনিয়নের জঙ্গলবাড়ী লাঙ্গল শিমুল পাকা রাস্তা ভায়া শ্রীফুলিয়া রাস্তার নির্মাণ কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জানাগেছে, ২০২২-২৩ অর্থ বছরে ৮৪ লাখ ৮৩ হাজার ৮১ টাকা বরাদ্দে জঙ্গলবাড়ী লাঙ্গল শিমুল পাকা রাস্তা ভায়া শ্রীফুলিয়া ৬১১ মিটার রাস্তার কার্যাদেশ পায় ফাহাদ এন্টারপ্রাইজ নামীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি মোতাবেক ২০২৪ সালের ২৯ জুন কাজ সমাপ্ত করার কথা থাকলেও নির্দিষ্ট সময়েও কাজ সমাপ্ত করেননি প্রতিষ্ঠানটি। নির্মাণ সংক্রান্তে সময় বাড়িয়েও যথাসময়ে তা বাস্তবায়ন না হওয়ায় স্থানীয়রা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। যার দরুন দ্রুত কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ৬ মে ঠিকাদারকে লিখিত চিঠি দিয়ে অবহিত করেন।

সরেজমিনে গিয়ে দেখাযায়, এ প্রকল্পের রাস্তায় কোন সাইনবোর্ড নেই। রাস্তার শুরুতেই নিচু জায়গাতে মাটি ভরাট না করায় পুকুরের পানি ও রাস্তা প্রায় একাকার হওয়ার উপক্রম হয়ে গেছে। পুকুরে প্যালাসাইডিং থাকলেও সেগুলোও তলিয়ে গেছে। ডব্লিউ বিএম (মেকাডম) এর কাজে উন্নত মানের পিকেট ইট ব্যবহার না করে নাম্বারহীন ইটের খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়রা জানান, রাস্তার কাজে কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মান কাজে শুরু থেকেই অনিয়ম করছেন। মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করার কথা থাকলেও তা মানেনি। এছাড়ও এএস (এগ্রিগেট সেন্ট) এ খোয়া বালির মিশ্রিত লেয়ারেও নিম্নমানের কাজ করা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বরত কর্মকর্তাদের অবহিত করলেও তাদের ভূমিকা অনেকটাই প্রশ্নবিদ্ধ বলেও জানায় এলাকাবাসী।

শিক্ষার্থী শুভ ও ইফাদ বলেন, দুর্নীতি ও অনিয়ম রুখে দিতেই আমরা জুলাই আন্দোলন করেছি, আমাদের এ সামান্যতম রাস্তাতেও সেই অনিয়মই করা হচ্ছে। এটি খুবই দুঃখ জনক। ঠিকাদারের অনিয়ম নিয়ে কেউ প্রতিবাদ করলেই তিনি কাজ বন্ধ করে দেন।

ইয়াহইয়া হাসান বলেন, রাস্তার নির্মাণ কাজে প্রথম থেকেই অনিয়ম করা হচ্ছে। কেউ কিছু বললে ঠিকাদার কাজ অফ করে দেয়। দীর্ঘদিন ধরে তিনি এই আচরণ করে আমাদের ভোগাচ্ছেন। রাস্তার তদারকির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মাহবুব সাহেবও ঠিকাদারের সাথে সুর মিলিয়ে কথা বলছেন। তিনি কাজের মান নিয়ে কোন কিছু না বলার কথাও বলেন। তবে তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মাহবুব হাসান জানান তিনি এলাকার লোকজনকে কিছুই বলেননি।

অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন বলেন, নিম্নমানের কাজ হওয়ায় আমরা প্রতিবাদ করি। যার ফলে ঠিকাদার রাস্তার কাজ ফেলে রেখে চলে গেছে। সেইসাথে তিনি এ রাস্তার কাজ করবেন না বলে হুমকি দেন । এর আগওে তার অনিয়ম নিয়ে কথা বললে তিনি সেইম আচরণ করেন। ঠিকাদারের কারণে গত দুই বছর ধরে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কথা বললেই কাজ বন্ধ করে দেয়।

রমজান আলী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান একের পর এক অনিয়ম ও দুর্নীতি করছেন। কেউ কথা কইলেই কাজ না করার হুমকি দিয়ে চলে যায়। পরে আবার কাজ শুরু করে। তিনি একরকম আমাদেরকে ব্ল্যেকমেইল করেই কাজ করতেছেন। মেকাডমের কাজে যেই খোয়া দিচ্ছে তা স্থানীয় ভাটার ফেলে দেওয়া খোয়া। পা দিয়ে চাপা দিলেই তা ভেঙ্গে যায়। উর্ধ্বতন কর্তৃপপক্ষ যদি রিপোর্ট দেয় ঠিকাদারের কাজ সিডিউল মাফিক হচ্ছে তাহলে আমাদের আর কোন কথা নেই। তিনি কাজের অনিয়ম বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ কামনা করেন।

মোতালেব মিয়া বলেন, কাজের সিডিউলে রাস্তার নিচু যায়গায় ভরাট করতে প্রায় ৪ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ আছে। ঠিকাদার বাহির থেকে কোন মাটিই আনেননি। বরংচ নিচু জায়গায় নিচু রেখেই রাস্তার কাজ শুরু করেছেন। ঠিকাদারের অনিয়মই যেনো এখন নিয়মে পরিণত হয়েছে।

এবিষয়ে ঠিকাদার সাইফুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্ষা থাকায় সিরামিক্সের ইট নিতে পারেননি, তাই লোকাল ভাটার খোয়া নেওয়া হয়েছিল। বর্ষা উঠলেই মাটির কাজ ও সিরামিক্সের ইট দিয়েই কাজ করবো।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন জানান, ঠিকাদারকে মাটির কাজ শেষ করে রাস্তার কাজ করতে বলেছি। অতিদ্রুত নিম্নমাণের খোয়াগুলো রাস্তা থেকে সরিয়ে ভালো খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর