বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নরসিংদীর রায়পুরা আসনে এবার বিএনপির মনোনয়ন চান ৬ জন

  • নরসিংদী প্রতিনিধি   
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদীর রাজনীতিতে ফের প্রাণচাঞ্চল্য ফিরেছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে বেশ সরব হওয়ায় আশায় বুক বাঁধছে এলাকার মানুষ। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী এ সংসদীয় আসনে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে। নীতি নির্ধারণী মহল এবং সম্ভাব্য নির্বাচনী বোর্ডের নজর কাড়তে একক উদ্যোগসহ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চলছে। পাশাপাশি নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধিতে জোর তৎপরতা চালাচ্ছেন এ আসনের মনোনয়ন প্রত্যাশীরা। দেশের দ্বিতীয় বৃহত্তর উপজেলা হিসেবে পরিচিত নরসিংদী

রায়পুরা উপজেলা। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে নরসিংদী-৫ আসন। বিগত দিনগুলোতে নরসিংদীর ৫টি আসনের মধ্যে এ আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে। তবে এ আসনে একবার ছিল জাতীয় পার্টি এবং দুইবার ছিল বিএনপির হাতে। ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে মো. মাইন উদ্দিন ভূইয়া এমপি নির্বাচিত হন। এরপর ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে আব্দুল আলী মৃধা এমপি নির্বাচিত হন।

এরপর থেকে টানা ৭ বার এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত রাজিউদ্দিন আহমেদ রাজু। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত এ আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর এ আসটিতে পুনরায় সক্রিয় হয়েছে বিএনপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আগ্রহী প্রার্থী হয়েছেন ৬ জন। এরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও নরসিংদী জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী কমিটির সদস্য মো. জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এমএন জামান, নরসিংদী জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূইয়া রুহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন দেওয়া হয়: জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার মজলিসে শুরা সদস্য ও রায়পুরা উপজেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলমকে। তিনি প্রতিনিয়ত দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এলাকার বিভিন্ন উন্নয়নের বিষয়ে জনগণের সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশী রায়পুরা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা বদরুজ্জামান।

সকলেই মনোনয়ন পাওয়ার জন্য গ্রুপিং লভিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন কলাকৌশল অবলম্বন করছেন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি একজন হেভিওয়েট প্রার্থী। তিনি প্রতিনিয়ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সভা সমাবেশ করছেন। ইতিমধ্যে তিনি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য ও খেলাধূলা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহনের মধ্য দিয়ে নিজের জনসমর্থন বাড়ানো চেষ্টায় ছুটে বেড়াচ্ছেন। ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এ প্রতিনিধিকে বলেন, তিনি শুধু নিজের এলাকা নয় সারাদেশের জন্য কাজ করে যাচ্ছি। তবে দলীয় মনোনয়ন ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। জামাল আহমেদ বলেন, তিনি দলের জন্য সবদা কাজ করে আসছেন। দল থেকে তাকে মনোনয়ন দিলে তিনি এমপি নির্বাচিত হয়ে রায়পুরা উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন। এছাড়াও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এমএম জামান, জাহাঙ্গীর আলম বাদল, ইকবাল হোসেন শ্যামল, রফিকুল ইসলাম ভূইয়া রুহেল প্রতিনিয়ত এলাকায় গণসংযোগ এবং সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। বিএনপির পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন প্রত্যাশী মাওলানা বদরুজ্জামান। প্রতিনিয়ত গণসংযোগ করছেন এবং মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ ফয়সাল। তবে এ পর্যন্ত তাকে এলাকায় কোন গণসংযোগ করতে দেখা যায়নি।

এ বিভাগের আরো খবর