বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাঙামাটিতে সৌরচালিত ভূপৃষ্ঠস্থ পানি পরিশোধনের উদ্বোধন

  • বিজয় ধর, রাঙামাটি   
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৫৮

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের ফুরোমন পাড়ায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত এলজিআইসির আওতায় গ্র্যাভিটি ফ্লো সিস্টেম (GFS) ভিত্তিক রাঙামাটিতে সৌরচালিত ভূপৃষ্ঠস্থ পানি পরিশোধন ও সররাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এলজিইডি রাঙামাটি সদর উপজেলা প্রকৌশলী প্রণব রায় চৌধুরী এবং রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হাবিবুল্লাহ বলেন,‘বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ জনগণের জন্য টেকসই সমাধান নিশ্চিত করতে কাজ করছে। এই সৌরচালিত পানি সরবরাহ ব্যবস্থা শুধু বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করবে না, বরং স্বাস্থ্য সুরক্ষা, সময় সাশ্রয় ও পরিবেশবান্ধব উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় জনগণকে এই প্রকল্পের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সচেতনভাবে ব্যবহার করতে হবে।’

উল্লেখ্য, প্রকল্পটির মোট ধারণক্ষমতা ১০ হাজার লিটার। এর মধ্যে ৫ হাজার লিটার সুপেয় পানি এবং ৫ হাজার লিটার দৈনিক ব্যবহারযোগ্য পানি। এতে ১২টি ট্যাপ স্ট্যান্ডের মাধ্যমে ৪৫টি পরিবারসহ প্রায় ১৮৬ জন মানুষ উপকৃত হবেন।

এ বিভাগের আরো খবর