বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোনারগাঁওয়ে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ, জনসাধারণের চরম দুর্ভোগ

  • সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২২:১৩

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই এলাকা দুটি ব্রিজ ভেঙে দীর্ঘদিন ধরে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। যেন দেখার কেউ নেই। উপজেলার সোনারগাঁও পৌরসভার ছাপেরবন্ধ খালের ব্রিজ ও সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকা ব্রিজটি ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এলাকাবাসী, পর্যটকরা, হাসপাতালের রোগীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী ব্রিজ দুটি পুনর্নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।জানা যায়, গত ২০১৪ সালে সিআরডিপি প্রকল্পের আওতায় সোনারগাঁও পৌরসভার চৈতী কম্পোজিট লিমিটেড থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ২নং ফটক রাস্তা টেন্ডার দেওয়া হয়। এছাড়া টিপরদী মধুমতি ফিলিং স্টেশন থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ১নং ফটক পর্যন্ত রাস্তা, ড্রেন নির্মাণ ও একটি সেতু নির্মাণের জন্য ৭ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই টেন্ডারে ছাপেরবন্ধ খালের ওপর নির্মিত ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ার পরও এ ব্রিজটি টেন্ডার প্রক্রিয়া আওতায় আনা হয়নি।ফলে দীর্ঘ ১০ বছরেও এ ব্রিজটি নতুন করে নির্মাণ করা হয়নি। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। ওই সময়ে পৌর কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এ ব্রিজের মাঝে গর্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ অংশে সিমেন্ট-সুরকি দিয়ে ঢেকে দেয়। গত কয়েকদিন টানা বৃষ্টিতে ব্রিজের ঝুঁকিপূর্ণ অংশে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে পৌর কর্তৃপক্ষ গত এক সপ্তাহ ধরে বাঁশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। বিকল্প পথে স্কুল-কলেজের শিক্ষার্থী, পর্যটন নগরীর পানাম, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আসা দর্শনার্থী, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা ও থানা প্রশাসনের আসা জনসাধারণ ভোগান্তিতে পড়ছেন।অপরদিকে সাদিপুর ইউনিয়নের কাজিপাড়া-আমগাঁও খালের ওপর নির্মিত বরগাঁও এলাকার ব্রিজ ভেঙে দীর্ঘদিন যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের প্রায় ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা।এলাকাবাসীর দাবি, বরগাঁও এলাকায় খালের ওপর প্রায় ৫০ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে তা ভেঙে যায়। ব্রিজের রেলিং-পাটাতন ভেঙে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে এ সড়কে চলাচলরত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিল্প-কারখানার শ্রমিকসহ প্রায় কয়েক লক্ষাধিক মানুষ প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন। ২ কিলোমিটার এলাকা ঘুরে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।সাদিপুরের দবির উদ্দিন ভূঁইয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, বরগাঁও এলাকার ব্রিজটির মধ্যঅংশ ভেঙে যাওয়ার কারণে স্কুলে আসা-যাওয়ায় শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। তা ছাড়া এ ব্রিজের যান চলাচল বন্ধ রয়েছে। তিনি ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি করেন।সোনারগাঁও পৌরসভার গোয়ালদী গ্রামের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে ছাপেরবন্ধ এলাকার ব্রিজটি দীর্ঘদিন ধরে নির্মাণ করা সম্ভব হয়নি। দ্রুত এ ব্রিজটি নির্মাণ করে পর্যটক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের দাবি জানিয়েছেন।সোনারগাঁও পৌরসভার আদমপুর গ্রামের বাসিন্দা ইমরান খাঁন জানান, ‘১০ বছরেও ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। বর্তমানের এ এলাকার মানুষ অনেক পথ ঘুরে তাদের গন্তব্যে যাচ্ছেন। সোনারগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ‘ছাপেরবন্ধ ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ। সংস্কার করে কোনো লাভ হবে না। এ খালে নতুন ব্রিজ নির্মাণের টাকা তাদের ফান্ডে নেই বলে দাবি করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সোনারগাঁও উপজেলা প্রকৌশলী মো. আলমগীর হোসেন চৌধুরী বলেন, বরগাঁও এলাকার ব্রিজটি ভেঙে যান চলাচল বন্ধ থাকার খবর পেয়ে সেখানে সহকারী প্রকৌশলীদের পাঠানো হয়েছে। আশা করি ব্রিজটি দ্রুত সংস্কার করা হবে।

এ বিভাগের আরো খবর