বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাগুরায় দেড় বছর পর পরিবারের কাছে ফিরল অপহৃত কিশোর

  • শিউলি আফরোজ সাথী, মাগুরা   
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৭

মাগুরা জেলার মহম্মদপুর থানার বরুরিয়া গ্রামের হত দরিদ্র কৃষক মো. বাদশা শেখের পুত্র মো. আরশাদুল শেখ (১৪), খানিকটা বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরকে অপহরণের দেড় বছর পর উদ্ধার করে তার পিতামাতার কাছে ফিরিয়ে দিলো বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা আর্মি ক্যাম্প।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাগুরা সদর উপজেলার বেরোইল-পলিতা গ্রামের বাসিন্দা মো. লিটন শেখ আরশাদুলকে নিজ বাড়ি থেকে অপহরণ করে ফরিদপুরে নিয়ে যায়। সেখানে সে আরশাদুলকে নিজের সন্তান পরিচয়ে একটি মৎস্য খামারে কাজে লাগায় এবং তার বেতন নিজেই ভোগ করে।

পরে চলতি বছরের ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লিটন শেখ আবারও আরশাদুলকে মাগুরা সদরে নিয়ে আসে এবং একটি পোল্ট্রি ফার্মে কাজে লাগায়। এখানেও সে ছেলেটিকে নিজের সন্তান পরিচয় দেয়।

অসহায় বাবা-মা সন্তানের খোঁজ না পেয়ে হতাশার মধ্যে ছিলেন। অবশেষে চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে তারা জানতে পারেন, তাদের সন্তানকে মাগুরা সদরে দেখা গেছে। এরপর তারা মাগুরা আর্মি ক্যাম্পে সহযোগিতা চাইলে সেনাবাহিনী তাৎক্ষণিক তৎপর হয়ে ওঠে।

দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে গত বৃহস্পতিবার মাগুরা আর্মি ক্যাম্পের সদস্যরা সদর থানার কাদিরপাড় এলাকা থেকে অপহৃত আরশাদুলকে উদ্ধার করে। পরবর্তীতে যথাযথ প্রমাণ যাচাই শেষে তাকে তার বাবা-মায়ের নিকট হস্তান্তর করা হয়।

অপহরণের খবর জানাজানি হলে প্রধান আসামি লিটন শেখ পালিয়ে যায়। তবে সংশ্লিষ্ট পোল্ট্রি ফার্মের মালিক এ বিষয়ে কোনো তথ্য জানতেন না বলে তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। দীর্ঘ দেড় বছর পর সন্তান ফিরে পেয়ে অসহায় পরিবারটি আনন্দে আপ্লুত হয়ে পড়ে। পাশাপাশি মাগুরা আর্মি ক্যাম্প তাদেরকে আর্থিক সহায়তাও প্রদান করেছে। এ ঘটনায় সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় জনমনে তাদের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসীর মন্তব্য।

এ বিভাগের আরো খবর