বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাইওয়ে পুলিশের হাতে ৫০ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

  • মাহফুজ নান্টু, কুমিল্লা   
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:২১

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে হাইওয়ে পুলিশ সদস্যদের হাতে ৫০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক হয়।

আটককৃত ব্যক্তি কুমিল্লা সদর দক্ষিন উপজেলার মিন্নতনগর এলাকার বাসিন্দা মো: ইব্রাহিম (৩৮)।

শুক্রবার ১১ টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার মজুমদার।

পুলিশ কর্মকর্তা ইকবাল বাহার জানান, গোপন সংবাদে জানতে পারিকুমিল্লা সদর দক্ষিন সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেট কার যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্টো-গ-১৫-৯০৬৪ এর চালক মাদক বহন করে মহাসড়ক দিয়ে ঢাকা নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই ইকবাল হোসেন এএসআই রাজিবুল আলম সঙ্গীয় ফোর্সসহ প্রাইভেটকারটিকে ব্যারিকেড দিয়ে আটক করা হয় । এসময় প্রাইভেট কারটি তল্লাশি করে প্রাইভেট কারের পেছনের অংশের মধ্যে ২৫ (পঁচিশ) টি পোটলায় প্রতিটিতে ২ কেজি করে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর