আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটে উপজেলা পর্যায়ে প্রথম ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। বইমেলার আয়োজন করায় খুশি স্থানীয়রা। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৮টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে মেলার স্টল। গত বুধবার কালাই উপজেলা পরিষদের নতুন হলরুমে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন কালাই সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেকার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবিদ আব্দুল্লাহ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আছাদুজ্জামান চৌধুরী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বকুল প্রমুখ।
বইমেলা দেখতে আসা শিক্ষার্থী এস এম সাদমান সাইফ রাইমান বলে, আমি প্রথমবার বইমেলা দেখলাম। এর আগে আমাদের এখানে কোনো বইমেলা হয়নি। দেখে অনেক ভালো লাগছে।
আরেক শিক্ষার্থী সেজান আহম্মেদ বলে, বইমেলায় অনেক লেখকের বই যা আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা চাই আগামীতে স্থানীয়ভাবে দীর্ঘ মেয়াদি বইমেলার আয়োজন করা হোক।
ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন ৪দিনব্যাপী বৃহস্পতিবার থেকে কালাইয়ে বইমেলা শুরু হয়েছে। বইমেলা উপলক্ষে থাকছে চিত্র অংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মেলায় ১৫০টি প্রকাশনীর ১০ হাজারের বেশি বই রয়েছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, আজকের আয়োজিত এ বইমেলা আরও প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া দরকার। এই বইমেলার মাধ্যমে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ বই পড়া ও ক্রয়ের জন্য উদ্বুদ্ধ হবে। মেলাটিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।