বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দেওয়ালে লেখা ছিল ‘হত্যার কারণ’

  • ঝিনাইদহ প্রতিনিধি   
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৫

ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘরের দেওয়ালে লেখা ছিল তাকে হত্যা করার কারণ।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল (বুধবার) বিকেলে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেন। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে।

মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলেও ধারণা করছে তারা। তবে এতে কে বা কারা জড়িত তা জানাতে পারেনি।

যে ঘর থেকে তোয়াজ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়, তার দেওয়ালে মহানবী সম্পর্কে খারাপ কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে বলে লিখিত ইঙ্গিত থাকলেও পুলিশ এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান। স্ত্রী-সন্তান না থাকায় বাড়িতে তিনি একাই বসবাস করতেন। গেল সোমবার (১ সেপ্টেম্বর) গ্রামের অনেকের সঙ্গে দেখাও করেছিলেন তিনি। তবে তারপর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।’

এ বিভাগের আরো খবর