বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মাগুরা সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় শহরে বর্ণাঢ্য রেলি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন এর সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন ডা. শামীম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ মহসিন হোসেন, বি এম এর সভাপতি ডা. প্রফেসর আলিমুজ্জামান,মাগুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুর রহমান, ক্লিনিক মালিক সমিতির সভাপতি মো: হাসানুজ্জামান অস্রু প্রমুখ।
বক্তারা প্রতিটি শিশুর জন্য মায়ের দুধের শক্তি গুনাগুন ও গুরুত্ব তুলে ধরেন।