বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খাগড়াছড়িতে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে নারী ও যুব সমাজ 

  • খাগড়াছড়ি প্রতিনিধি   
  • ২৫ আগস্ট, ২০২৫ ১৩:২২

পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নে জেলার নারী, যুব ও শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগিতায় বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে আজ সকালে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কমলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার মধ্যে গাছের চারা বিতরণ করেন।

সুনীল চাকমা বলেন, এই উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় নারীদের পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন গ্রামের মানুষ নিজেরাই এসব গাছের রক্ষণাবেক্ষণ করবে। তাদের ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও চড়ার পাড়ে চারা রোপণ করতে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, আমরা আশা করি এই কর্মসূচি পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করলিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের সদস্য এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কানাডা সরকারের আর্থিক সহযোগিতায় ইউএনডিপির ব্যবস্থাপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। নারী এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে এ কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদরের ৩ হাজার ৭৯টিসহ সারা জেলায় ১৬ হাজার ৮শ ৮৪ টি চারা বিতরণ করা হয়।

এ বিভাগের আরো খবর