ফরিদপুর সদর উপজেলার চর মাধবধদিয়া ইউনিয়নের খলিল মণ্ডল হাট ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসএসসি পরীক্ষায়- এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের মেধাবী ছাত্র -ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
ইউনাইটেড উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যডভোকেট মো. হাসান মেহেদী তিতুর সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এ বি সিদ্দিকী মিতুল, চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মির্জা সাইফুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক মোঃ শেখ রফিক । এসময় ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. জাহাঙ্গির, মো. এনামুল করিম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক হাসান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।