বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তিন যুগেও হয়নি সংস্কার, ঝুঁকিপূর্ন বেইলি ব্রিজ

  • নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ প্রতিনিধি   
  • ১৯ আগস্ট, ২০২৫ ২১:১৭

দ্বিতীয় শেণ্রীর শিক্ষার্থী নাফিসা ইসলাম মাইশা। বেইলি ব্রিজের কাছেই তার বাড়ি। তিনি বলেন, “এ ব্রিজের নাট বল্টু কবেই খুলে গেছে। গাড়ী এর উপর দিয়ে গেলেই বিকট শব্দ হয়। বিশেষ করে রাতে প্রচন্ড আওয়াজে ঘুম ভেঙ্গে যায়। অনেক সময় ভয়ও লাগে।” মাইশার মতো আশেপাশের আরও অনেকে এমন অভিযোগ করে বলেন, এ অভিশপ্ত ব্রিজ মেরামত করুন না হয় এটা এখান থেকে সড়ান। ছোট ছেলে মেয়েরা রাতে ঘুম থেকে আঁৎকে উঠে।

নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন নগরপাড়া-মাঝিনা সড়কের ছনেরটেক-নগরপাড়া বেইলি ব্রীজে প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচলের কারণে ব্রীজটি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। যে কোন সময় এটি ভেঙে পড়তে পারে। ছনেরটেক-নগরপাড়া খালের উপরে ১৯৯১ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। নির্মাণের এক বছর পরই এর নাট বল্টু এমনিতেই খুলে খুলে পড়ে যেতে থাকে। ৩৪ বছর হয়ে গেছে। প্রায়ই তিন যুগ পার হতে চলছে। এখন ভয়ঙ্কর অবস্থা। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।

ডেমড়া-কালিগঞ্জ সড়কটি দীর্ঘ দিন ব্যবহারের অনুপযোগী ও চনপাড়া-নগরপাড়া গাজী বাইপাস (নতুন) সড়ক হওয়ার পর এ সড়কে গাড়ী চলাচল বেড়ে যায়। ফলে ব্রিজটির গুরুত্ব আরো বেড়ে গেছে। স্টিলের তৈরি ব্রিজটি স্থাপনের পর বহু বছর চলে গেছে। ধীরে ধীরে এর প্লেটগুলো ক্ষয়ে যাচ্ছে। স্টিলের তৈরি রেলিংগুলোও নষ্ট হয়ে যাচ্ছে । যানবাহন উঠলে নড়বড় করতে থাকে, কাঁপতে থাকে পুরো ব্রিজটি। যাত্রীরা তখন ভয়ে জড়োসড়ো হয়ে থাকে।

মুসা মিয়া নামে একজন অটোচালক বলেন, প্লেটের ফাঁকায় গাড়ীর চাকা আটকে এ পর্যন্ত ২০ জন আহত হয়েছে। প্রায়ই আমাদের গাড়ী পড়ে যাচ্ছে। এটা ঠিক না করলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্রিজটি দিয়ে রূপগঞ্জ উপজেলার খামারপাড়া, নগরপাড়া, কামশাইর, বালুরপাড়, ঈদেরকান্দি, দাসেরকান্দি, নয়ামাটিসহ শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের অনেক গাড়ি এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাঞ্চলের লোকজন যাতায়াত করে থাকেন। তাই গুরুত্বপূর্ণ এই ব্রিজটি অতিসত্বর মেরামত করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। ব্রিজটি নিয়মিত যানজট থাকায় পথচারী বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে দারুণ সমস্যায় পড়তে হচ্ছে। মাঝিনা মৌঝার ইসলামিয়া ফাজিল মাদরাসার সভাপতি মামুন মিয়া জানান, এই ব্রিজে যানজটের কারণে মাদরাসার শিক্ষার্থীদের আসা-যাওয়ায় চরম বিঘœ ঘটছে। রূপগঞ্জ থানা, স্বাস্থ্যকমপ্লেক্স ও রেজিস্ট্রি অফিসে এ রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন বলেন, এটা সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন। এ ব্রিজের ব্যাপারে আমার কিছু করার নেই।নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুর রহিম জানান, আমার জানা মতে নারায়ণগঞ্জে কোন বেইলী ব্রিজ নেই। কয়েকটা ছবি পাঠিয়ে দিয়েন, দেখি কোন ব্যবস্থা নেয়া যায় কিনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বিষয়টা আমার জানা ছিল না, আমাদের পক্ষে সম্ভব হলে, আমি আমাদের ইঞ্জিনিয়রকে নিয়ে পরিদর্শন করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে সমস্যা সমাধানের চেষ্ঠা করব।

এ বিভাগের আরো খবর