বিয়ে বাড়িতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে সাজেদুল ইসলাম নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ফেনীর ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের মজুমদার বাড়িতে সোমবার (১৮ আগস্ট) রাতে এঘটনা ঘটে।
নিহত শিশু সাজেদুল ওই ইউনিয়নের মনিপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্হানীয়রা জানায়, গত সোমবার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামে তার চাচা ওমর ফারুকের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে এসেছিল। সন্ধ্যায় বিয়ে বাড়ির আনন্দে সবাই যেন মাতোয়ারা। কিন্তু এরই ফাঁকে শিশু সাজেদুল বাড়ির উঠোনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরতর আহত হন। তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা শেষে শিশু সাজেদুলকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) যশমন্ত মজুমদার বলেন, বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির স্বজনেরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।