জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প শুধু কৃষির উন্নয়নের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। তিনি বলেন জিয়াউর রহমানের খাল খনন প্রকল্পটি এত বছর পরেও খুবই প্রাসঙ্গিক।
বৃহস্পতিবার ১৪ই আগস্ট সকালে কুমিল্লার শুভপুর ও চানপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও সংস্কার না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে অর্ধ লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই কর্মসূচি।
তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে এই খাল খনন প্রকল্প যুক্ত হচ্ছে। আগামীতে তারা আবারও খাল খনন শুরু করবেন। বিবেকবোধ থেকে এই কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং মানবিক সংগঠন ‘বিবেক’-এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য।
স্থানীয় বাসিন্দারা বিএনপি ও বিবেক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, যে কাজ সিটি কর্পোরেশন করতে পারেনি, সেই কাজ বিএনপি করে দেখিয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, খাল ভরাট ও দখলের কারনে গত দুই যুগ ধরে জলাবদ্ধতায় এই এলাকায় বসবাসরত বাসিন্দারা অনেক কষ্ট পেয়েছে। দূষিত পানির কারনে শিশুদের চর্মরোগে ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে বাড়িঘর থেকে চলে গিয়ে অন্যত্র সরে গেছে। যাদের যাওয়ার জায়গা ছিলো না তারা ভোগান্তি সহ্য করে থেকে গেছেন। এই নিয়ে কত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে ধর্ণা দেয়া হয়েছে তার কোন হিসেব নেই। এখন বিএনপির পক্ষ থেকে জলাবদ্ধতা দূরকরণে যে উদ্যোগ নেয়া হয়েছে তাতে এই এলাকার মানুষজন আশার আলো দেখছেন।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু বলেন, যতদিন পর্যন্ত জলাবদ্ধতা দূর না হবে ততদিন পর্যন্ত খাল খনন ও সংশ্লিষ্ট কাজগুলো করা হবে। বিএনপির নেতাকর্মীরা এই কাজে নিবেদিত প্রান।