ময়মনসিংহের ভালুকায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ তোফাজ্জল হত্যা মামলার আসামী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা বাহাদুর (২৮)কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত বাহাদুর উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে।
যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ১১৩ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযানের পর বাহাদুরকে ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত বাহাদুরের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার নামে পূর্বে তোফাজ্জল হত্যা মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।