কুষ্টিয়ায় এক সপ্তাহে বিজিবির মাদকবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৫৭ লক্ষ টাকার মাদক, ১জন অবৈধ অনুপ্রবেশকারী এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গত ৫ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করেন। এসময় ১০ বোতল বিদেশী মদ, ২০ বোতল ফেন্সিডিল, ৭০০ গ্রাম হেরোইন, ৫২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ১৯,১১২ প্যাকেট অবৈধ নকল বিড়ি, ১৪৫০ পিস চকলেট বাজি, ২৩৬৫.৫ কেজি চায়না দুয়াড়ী ও কারেন্ট জাল, ২৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন, ২৭৪০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট এবং অবৈধ অনুপ্রবেশের জন্য ১ জন বাংলাদেশী নাগরিক কে আটক করেছে ৪৭ ব্যাটালিয়ন। এসকল আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালের সর্বমোট মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদ মুর্শেদ রহমান পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ৪৭ বিজিবি। ভবিষ্যতে চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।