বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে বন্দুকসহ আটক ১

  • মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)   
  • ১০ আগস্ট, ২০২৫ ১১:৩৪

চট্টগ্রামে লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে এলজি এবং পিস্তলসহ নিজাম সিকদার(৪০) নামের একজনকে আটক করা হয়েছে।রবিবার ( ১০ আগষ্ট) রাত আনুমানিক ৪ঘটিকার সময় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে বিশেষ টিমের সাহায্যে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ নিজাম সিকদারকে আটক করা হয়। পরবর্তী আসামির স্বীকাররোক্তীতে তার নিজ বাড়ি থেকে ৩টি দেশীয় তৈরী অস্ত্র এলজি, ১টি ৯ মিঃমিঃ পিস্তল, এ্যামুনেশন ৪ রাউন্ড, ১৯ পিচ ইয়াবা, রাম দাঃ ৪টি,কার্তুজ ০৫ রাউন্ড ও ৫ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়৷সূত্রে জানা যায়, আটককৃত আসামি নিজাম সিকদার(৪০) উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন এর হরিদাগুনা এলাকার আক্তার কামাল এর সন্তান এবং বড়হাতিয়ার কুখ্যাত সন্রাসী ও ডাকাত তৌহিদ গ্রুপের একজন গোপনীয় সদস্য।সেনা কমান্ডার শাহরিয়া কবির জানান, বিশেষ সূত্রে আমরা খবর পেয়ে কয়েকদিন আমাদের সামরিক গোয়েন্দার নজরে রাখি । পরবর্তী আমরা বিশেষ আভিযান পরিচালনা করি এবং আমরা সফল হই৷ বড়হাতিয়া ইউনিয়ন এ অভিযান চালিয়ে নিজাম সিকদার নামের এক আসামিকে হাতেনাতে ১৯পিস ইয়াবাসহ আটক করা হয়৷ পরবর্তীতে আসামির নিজ বাড়ি হতে ৩টি দেশীয় তৈরী অস্ত্র এলজি, ১টি ৯ মিঃমিঃ পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হই ।পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা এবং অন্যান্য সরঞ্জাম সহ আসামীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরো খবর