বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীর পানি হু হু করে বেড়ে প্লাবিত করেছে বিস্তীর্ণ জনপথ। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, পুকুর-ঘের ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা।
এরই মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন আলিগঞ্জ-উলানিয়া চার লেনের গুরুত্বপূর্ণ সড়কটি। ধসে পড়া সড়কের উপরই স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো যা এখন হাজারো মানুষের একমাত্র ভরসা।
রবিবার (২৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানিতে রাস্তাটির অন্তত ১০টি স্থানে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। পুরো সড়ক এখন চলাচলের একেবারেই অনুপযোগী। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার অন্তত ৫/৬টি গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষ, যারা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুল-কলেজ, মাদ্রাসা ও হাটবাজারে যাতায়াত করতেন। উত্তর উলানিয়া ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির সহযোগিতায় ক্ষতিগ্রস্ত রাস্তায় আপদকালীন চলাচলের জন্য তৈরি করা হয়েছে কয়েকটি বাঁশের সাঁকো। ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদুল হক মিল্টন চৌধুরী বলেন,এভাবে গাইডওয়াল ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় রাস্তা নির্মাণের কারণে কোটি টাকার সরকারি প্রকল্প এখন ধ্বংসের মুখে। আগে গাইডওয়াল নির্মাণ, তারপর রাস্তা এই নীতিতে কাজ করতে হবে। স্থানীয়রা জানান, অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণ হওয়ায় জোয়ারের পানিতে সড়ক ভেঙে পড়েছে। বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য আকবর চৌধুরী বলেন, এভাবে কোটি টাকার প্রকল্প ধসে যাওয়া গভীর উদ্বেগজনক। সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দায় এড়াতে পারে না। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান জানান,উপজেলা প্রকৌশলীকে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পুনঃনির্মাণে কাজ করবে বলে আশা করছি।