বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একই দিনে স্ত্রী,দুই কন‍্যা ও জামাতাকে হারিয়ে বাকরুদ্ধ বৃদ্ধ মহাম্মদ আলী

  • মেহেরপুর প্রতিনিধি     
  • ২৪ জুলাই, ২০২৫ ১২:৪৩

অসুস্থ বাচ্চাকে দেখতে গিয়ে পথিমধ‍্যে নাটোরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ ৮ জন নিহতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের নব্বই বছর বয়সি মহাম্মদ মােল্লার স্ত্রী আঞ্জুয়ারা খাতুন (৭৫) ছোট মেয়ে সিমা খাতুন (৪০) বড় মেয়ে শেলি বেগম (৫৬)ও জামাতা জাহিদুল ইসলাম (৬০) এবং অন‍্যরা হলেন- দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের আন্না খাতুন (৬০), মাইক্রোচালক শাহাবুদ্দীন (৩৮), আঞ্জোয়ারা খাতুন (৫০) ও প্রাগপুর গ্রামের ইতিয়ারা খাতুন (৪১)।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার (২৩ জুলাই) সকালে, বড়াইগ্রাম উপজেলার তরমুজ পাম্প এলাকায়, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে। পরবর্তীতে নিহতদের মরদেহ নিজ গ্রামে এসে পৌছালে কান্নায় ভেঙে পড়ে স্বজনেরা। গ্রামে নেমে আসে শোকের ছায়া। নিহতদের মধ‍্যে আন্জুয়ারা,সিমা খাতুন,ইতি আরা ও মাইক্রোচালক সাহাবুদ্দিনের সকালের দিকে দাফন সম্পূর্ণ হয়েছে। বাকি ৪ জনের দাফনের সময় নির্ধারণ করা হয়েছে আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে।

বয়স্ক বৃদ্ধ মহাম্মদ আলী বলেন, পাঁচ বছর পূর্বে আমার স্ট্রোকজনিত কারনে এক পাশ পড়ে যায়। সেই থেকে আমাকে সেবা যত্ন করে আমাকে বাচিয়ে রেখেছিল। আমার স্ত্রী আন্জুয়ারা। আর প্রতি সপ্তাহে আমাকে এসে দেখে যেতো আমার দুই মেয়ে ও জামাই। আমাকে বিছানা থেকে নেমে হুইল চেয়ারে বসতে হলে তার সাহায্য লাগতো। এখন আমার কি হবে?আমাকে কে দেখবে? আমি কিভাবে বেচে থাকবো। আল্লাহ্ আমার এই দৃশ‍্য দেখার আগে আমার মৃত্যু হলো না কেনো। গতকাল বুধবার সকালে আমার দুনিয়ায় সব কিছুই ছিলো। আর আজ আমি সবকিছুই হারিয়ে ফেললাম। আমি এই অসুস্থ শরীর নিয়ে কবর গুলোকেও দেখতে যেতে পারবো না।

মহাম্মদ আলীর ভাইয়ের ছেলে মন্জু বলেন, আমার আংকেল স্ট্রোকজনিত কারনে দির্ঘদিন অসুস্থ হয়ে বিছানা গত ছিলেন। সেই অসুস্থর পরে থেকে আন্টি সেবা যত্ন দিয়ে সুস্থ করে তুলছেন। তিনি এখন হুইল চেয়ারে করে চলাফেরা করে। গতকাল সড়ক দুর্ঘটনায় এই পরিবারের চারজন নয়। আমার চাচা সব হারিয়ে বতর্মানে জীবিত থেকেও মৃত হয়ে গেছে। তাকে দেখার মত আর কেও নেই।

এ বিভাগের আরো খবর