বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক অভিযান, অর্থদন্ড আরোপ’’

  •    
  • ২২ জুলাই, ২০২৫ ১৮:১৬

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২১ জুলাই (সোমবার) ২০২৫ তারিখে মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ -বন্দর -এর আওতাধীন কুড়িপাড়া, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এলাকার ১টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১টি চুন ফ্যাক্টরির (মোট ৫ ভাট্টি বিশিষ্ট) অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এ সময় বিভিন্ন ব্যাসের লাইন পাইপ ৫৭ ফুট, ২" ভাল্ব- ২ টি, ২" সার্ভিস টি-২ টি, বার্নার ৩ টি ও বেলচা-১৫ টি অপসারণ/জব্দ করা হয়েছে। চুন কারখানা মালিককে স্পটে না পাওয়ার কারণে জেল/জরিমানা করা সম্ভব হয়নি তবে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মৌখিক নির্দেশনার প্রেক্ষিতে চুন ফ্যাক্টরির মালিক ও জায়গার মালিক এর বিরুদ্ধে আঞ্চলিক লিগ্যাল বিভাগ-নারায়ণগঞ্জ কর্তৃক থানায় FIR এর উদ্দেশ্যে অভিযোগ দায়ের করা হবে । অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও চুন ভিজিয়ে নষ্ট করা হয়েছে। মদনপুর থেকে আকিজ সিমেন্ট গামী ৮"x১৪০ পিএসআজি বিতরণ লাইন হতে অবৈধ ভাবে স্থাপিত ২" লাইন সংযোগ বিচ্ছিন্নসহ অবৈধ বিতরণ লাইনের সংযোগ উৎসে কিলিং করা হয়েছে।

একই দিনে, জনাব হাসিবুর রহমান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -রুপগঞ্জ, জোবিঅ - আড়াইহাজার -এর আওতাধীন মাহনা, টেকাপাড়া, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এলাকার ২টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ১.৮ কি.মি. এলাকার আনুমানিক ৩৫০ টি বাড়ির ৫৫০ টি আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । এ সময়, ২" ডায়া বিশিষ্ট ৩০০ ফুট (প্রায়) লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এছাড়া বিসমিল্লাহ ফিলিং এন্ড সিএনজি স্টেশন (গ্রাহক সংকেত:৭৩৭-০০০২২, ৮৩৭-০০০৫০১), সাওঘাট, ভুলতা, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ এর গ্যাস বিল বকেয়ার কারণে উভয় রানের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রতিটি বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং/ ক্যাপিং করা হয়েছে।

এছাড়া, জনাব মিল্টন রায়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ - সাভার, জোবিঅ - সাভার -এর রাজফুলবাড়ীয়া, দক্ষিণ রামচন্দ্রপু, তেঁতুলঝোড়া, হেমায়েতপুর, সাভার এলাকার ৪টি স্পটে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, আলহামদুলিল্লাহ ফ্যাশন হাউজ ও মেসার্স আল আকসা ওয়াশিং প্ল্যান্ট নামক

২টি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময়, ৪৮০ ফুট লাইন পাইপ অপসারণ/জব্দ করা হয়েছে। এতে মাসিক ১৩,৭৪,২৬০/- টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হয়েছে। উক্ত ০২ টি শিল্প প্রতিষ্ঠানের উপর মোট ২,০০,০০০/- টাকা অর্থদন্ড আরোপ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর