বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২০ মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দিয়েছেন ঠাকুরগাঁও পুলিশ।
সোমবার (২১ জুলাই) পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে অপরাধ পর্যালোচনা সভা শেষে মোবাইল ফোনগুলো মালিকদের বুঝিয়ে দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের তথ্য-প্রযুক্তির সহায়তায় গত কয়েকদিনে ২০ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
পুলিশ আরও জানায় এ ধরণের ঘটনায় বিচলিত না হয়ে তাৎক্ষণিক পুলিশকে জানালে ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করলে পুলিশের কাজ করতে সহজ হয়। জনস্বার্থে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
এ সময় মোবাইল ফোন ফেরৎ পেয়ে আনন্দিত মালিকরা পুলিশকে সাধুবাদ জানান।