জুলাই যোদ্ধাদের স্মরণে সারা দেশে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় চিরসবুজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) এ কর্মসূচি পালিত হয়।
দৈনিক বাংলা ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত
আবু তাহের ভূঁইয়া, ফেনী
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উদযাপন উপলক্ষে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় ফেনী জেলার শাহাদাতবরণকারী জুলাই যোদ্ধাদের স্মরণে শহিদের নিজ নিজ উপজেলার উপজেলা পরিষদে এলাকায় চিরসবুজ বৃক্ষ রোপন করা হয়েছে। বৃক্ষের মধ্যে রয়েছে বকুল, জারুল, সোনালু, চম্পা, জলপাই, কৃষ্ণচূড়া ইত্যাদি। শনিবার (১৯ জুলাই) উক্ত কর্মসূচির আওতায় ফেনী সদর উপজেলায় চম্পা ও বকুল, সোনাগাজী উপজেলায় বকুল, সোনালু, জারুল, দাগনভূঞা উপজেলায় কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, ফুলগাজী উপজেলায় বকুল ও পরশুরাম উপজেলায় জলপাই গাছের চারা রোপণ করা হয়েছে।
জুলাই যোদ্ধাদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’: ফেনী
ফেনী সদর উপজেলায়, ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে শহিদ ছাইদুল ইসলাম শাহীর পিতা মো. রফিকুল ইসলাম, শহিদ ওয়াকিল আহম্মদ শিহাবের মাতা মাফুজা আক্তার উপস্থিত ছিলেন।
এ সময় ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ও সুধীরা উপস্থিত ছিলেন।
একইভাবে পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী, দাগনভূঞা, ছাগলনাইয়া উপজেলায়ও বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপজেলাসমূহের উপজেলা নির্বাহী অফিসার, শহিদের পিতা/ মাতা ও পরিবারের সদস্যরা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও ছাত্র প্রতিনিধিগণ উপস্থিতি ছিলেন।
সুনামগঞ্জ প্রতিনিধি
জুলাই শহীদদের স্মরণে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ‘এক শহীদ, এক বৃক্ষরোপণ’ কর্মসূচি পালিত হয়েছে।
জুলাই যোদ্ধাদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’: সুনামগঞ্জ
জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণে শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় জেলা কালেক্টর ভবন প্রাঙ্গনে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে নিয়ে এই বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়া মিয়া।
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সোহাগ, আয়াতুল্লাহ ও হৃদয়ের নামে জারুল, পলাশ ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। এছাড়াও জেলার অন্যান্য আহতদের শ্রদ্ধায় প্রাঙ্গণ এলাকায় বিভিন্ন ফুল ও কাটের চারা রোপণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আয়াতুল্লাহর বাবা সিরাজুল ইসলাম, শহীদ সোহাগের ভাই বিল্লাল মিয়া, জুলাই যোদ্ধা ফয়সল আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, গণপূর্ত অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হিরা, বন বিভাগের কর্মকর্তা সাদ উদ্দিন আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
নাসির উদ্দিন শাহ মিলন, নীলফামারী
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদদের স্মরণে নীলফামারীতে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে ৪টি গাছের চারা রোপণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে শহীদ রুবেলের স্মরণে বকুল গাছ, শহীদ নাঈমের স্মরণে আমলকি গাছ, শহীদ সাজ্জাদের স্মরণে আগর গাছ এবং শহীদ কালামের স্মরণে লটকন গাছের চারা রোপণ করা হয়।
জুলাই যোদ্ধাদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’: নীলফামারী
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি মনিরুজ্জামান মন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির সদস্য আখতারুজ্জামান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা সভাপতি মাওলানা ইয়াসিন আলী, জেলা বন কর্মকর্তা রেজাউল ইসলাম, শহীদ রুবেলের পিতা রফিকুল ইসলাম ও শহীদ নাঈমের পিতা আজিজুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘জুলাই-আগস্ট স্মরণে নীলফামারীতে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারীর ৪শহীদের স্মরণে ৪টি বৃক্ষ রোপণ করা হয়েছে। এই বৃক্ষগুলো আগামী প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে সেই সাহসী ইতিহাসের কথা।’
‘এক শহীদ এক বৃক্ষ’ কর্মসূচীর আওতায় কেশবপুরে অর্জুন গাছের চারা রোপণ করলেন ইউএনও
হারুনার রশীদ বুলবুল, কেশবপুর (যশোর)
‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচীর আওতায় কেশবপুরের ভালুকঘর আজিজিয়া মাদরাসা মাঠে শহীদ তৌহিদুর রহমানের পিতাকে সঙ্গে নিয়ে বৃক্ষ রোপণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রেকসোনা খাতুন। শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গত জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে কেশবপুরের শহিদ তৌহিদুর রহমানের স্মৃতি রক্ষায় তার পিতা আব্দুর জব্বার বিশ্বাসকে সঙ্গে নিয়ে ভালুকঘর আজিজিয়া মাদরাসা মাঠে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিয়ার রহমান, শিক্ষক মাওলানা আব্দুল করিম ও আইসিটি শিক্ষক নুরুল আমিন প্রমুখ।
জুলাই যোদ্ধাদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’: কেশবপুর (যশোর)
জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) নবীনগর সরকারি কলেজ মাঠে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব চৌধুরী। তিনি কলেজ ক্যাম্পাসে ৫ শহীদের নামে পাঁচটি গাছ রোপণ করেন।
জুলাই যোদ্ধাদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’: নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর পৌরসভার উপসহকারী প্রকৌশলী এম এম মকবুল হোসেন, নবীনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. সৈয়দ হোসেন, প্রভাষক আল ইফতে ইয়াসিন, মো. জহিরুল ইসলাম ও মো. মোশারফ হোসেন।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপি নেতা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক আলমগীর হোসেন, ছাত্র সংসদের ইয়াছিন মাহমুদ, মাসুদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নবীনগর উপজেলার মোট ৬জন শহীদ হন। এর মধ্যে ৫জন শহীদের নাম সরকারি গ্যাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। শহীদরা হলেন- শহীদ রফিকুল ইসলাম, শহীদ কামরুল মিয়া, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ জাহিদুজ্জামান তানভীন ও শহীদ মো. জাহিদ হোসেন। তাদের স্মৃতি অম্লান রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের নামে ৫টি বৃক্ষ রোপণ করা হয়।
পঞ্চগড় প্রতিনিধি
জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পঞ্চগড়ের যারা জীবন দিয়েছেন দেশের গণতন্ত্র ও ন্যায়ের জন্য, তাদের স্মরণে আয়োজন করা হলো একটি ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি, ‘এক শহীদ, এক বৃক্ষ’।
জুলাই যোদ্ধাদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’: পঞ্চগড়
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলা প্রশাসন ইকো পার্ক চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ্যাডভোকেট আদম সুফি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সহকারী কমিশনার আমিনুল হক তারেক, জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা ও সেবামূলক সংস্থার প্রতিনিধিরা। গণঅভ্যুত্থানে শহীদ সাজু ইসলামের নামে নিম গাছ, শহীদ আবু সাঈদের নামে কাজুবাদাম গাছ, শহীদ সাগর রহমানের লটকন গাছ, শহীদ সাজু ইসলামের নামে জারুল গাছ ও শহীদ শাহাবুল ইসলাম শাওনের নামে হরীতকী গাছ রোপণ করা হয়। ওই বৃক্ষরোপণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি চিরন্তন বার্তা বহন করছে। যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। আয়োজকরা বলেন, এই কর্মসূচি কেবল পরিবেশ রক্ষার প্রয়াস নয়, বরং শহীদদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। শহীদরা আমাদের কাছে কেবল ইতিহাসের চরিত্র নন, তারা আদর্শের বাতিঘর। তারা আরও বলেন, বৃক্ষ যেমন সময়ের সঙ্গে বড় হয়ে ছায়া দেয়, ফল দেয়, তেমনি শহীদদের ত্যাগও ভবিষ্যৎ প্রজন্মকে দিকনির্দেশনা দেয়। এই গাছগুলো শহীদদের জীবনের মতোই সমাজে অবদান রাখবে, প্রজন্মের পর প্রজন্ম তাদের স্মরণ করবে।
কার্ত্তিক দাস, নড়াইল
গাছের দিকে তাকালে দেখা যাবে ডাব কিংবা নারিকেল শূন্য গাছ। অনেক গাছের পাতা শুকিয়ে গেছে এবং যাচ্ছে। এ দৃশ্য শুধু শহরেই নয়। গ্রামাঞ্চলেও এর প্রভাব পড়েছে। কৃষকসহ সাধারণ মানুষের বদ্ধমূল ধারণা মুঠোফোনের টাওয়ারের কারণে নারিকেলের ফলন কমে গেছে। বৈজ্ঞানিকভাবে এর কোনা সঠিক তথ্য পাওয়া যায়নি। তবুও মানুষ থেমে থাকেনি নারিকেলের চারা রোপণ করতে। নারিকেলের নানা গুণাগুণের কারণে তা অব্যাহত রেখে চলেছে। ২০২৪-২৫ অর্থ বছরে নড়াইল জেলায় মোট ১৩ হাজার নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে। নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নড়াইল মৎস্য খামারে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই চারা লাগানো হচ্ছে।
জুলাই যোদ্ধাদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’: নড়াইল
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট ১৩ হাজার নারিকেল চারা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ১০ হাজার চারা কৃষকদের মধ্যে, বাকি ৩ হাজার চারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিতরণ করা হয়।
জানতে চাইলে বিসিএস কৃষি ক্যাডার মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, মুঠোফোনের টাওয়ারের কারণে নারিকেলের ফলন কমে গেছে এমন ধারণা সঠিক নয়। তিনি বলেন, নারিকেলেরে ভালো ফলন পেতে হলে বছরে ৩বার গাছের গোড়ায় সার দিতে হয়। প্রথমবার বৈশাখ মাসের (মে মাসে) প্রথম সপ্তাহে, দ্বিতীয় বার সেপ্টেম্বর এবং তৃতীয়বার জানুয়ারি মাসের দিকে।
নারকেল গাছের ফলন বৃদ্ধির জন্য নিয়মিত যত্ন ও সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করা গুরুত্বপূর্ণ। মোবাইল টাওয়ারের কারণে নারকেল বা ডাবের ফলন কমে যাচ্ছে- এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে, সঠিক সময়ে সঠিক পরিমাণে সার প্রয়োগ করলে গাছ সুস্থ থাকে এবং ফলন বাড়ে।
তিনি বলেন, বছরে ৩ বার সার দেওয়া ভালো। প্রথমবার মধ্য বৈশাখে (মে মাসে), দ্বিতীয়বার মধ্য ভাদ্র মাসে (সেপ্টেম্বর মাস), তৃতীয়বার মধ্য মাঘ (জানুয়ারি মাস)। প্রতি গাছের জন্য সারের মাত্র (৩ ভাগে প্রয়োগ করা যাবে)। ইউরিয়া সার ৫০০ গ্রাম, টিএসপি ফসফেট ৩০০ গ্রাম, এমওপি পটাশ ৭৫০ গ্রাম,ডলোমাইট চুন ১ কেজি (বছরে ১বার) গোবর বা কম্পোজ সার ১০-১৫ কেজি। তিনি আরো বলেন, সার প্রয়োগের পদ্ধতি হচ্ছেঃ- গাছের চারপাশে ১ দশমিক ৫-২ ফুট দূরত্বে বৃত্তাকারে ৬-৮ ইঞ্চি গভীর গর্ত করুণ। সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। প্রয়োগের পর পর্যাপ্ত পানি দিতে হবে। গাছের গোড়ায় আগাছা থাকলে পরিষ্কার করতে হবে। খরা মৌসুমে পর্যাপ্ত পানি দিতে হবে। রোগবালাই হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সঠিক পদ্ধতিতে পরিচর্যা করলে বছরে ৭০- থেকে ১০০টির বেশি নারকেল পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মো.জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকণ বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো.রোকনুজ্জামানসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
শিউলি আফরোজ সাথী, মাগুরা
‘মরুরে চাহিনা- চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই, কচি সবুজের উৎসব আজি মোহনীয় মাগুরায়’ এ স্লোগান কে সামনে রেখে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সাংবাদিকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
জুলাই যোদ্ধাদের স্মরণে ‘এক শহিদ, এক বৃক্ষ’ কর্মসূচি’: মাগুরা
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সহযোগিতায় এ কর্মসূচির আওতায় মাগুরা কালেক্টর স্কুল, পারলা গোরস্থান মাদ্রাসা, নিশ্চিন্তপুর গোরস্থান মাদ্রাসা এবং বালিয়াডাঙ্গা মাদ্রাসায় এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়াও বাসা বাড়ির আঙিনায় এবং ছাদে গাছ লাগানোর জন্য মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে হাড়িভাঙ্গা ও বারী-৪ জাতের একশত আমের গাছ বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) মাগুরা প্রেসক্লাব চত্বরে গাছের চারা বিতরণ করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, সিনিয়র সাংবাদিক খান শরাফত হোসেন, এড. আরজু সিদ্দিকী, ওয়ালিউর রহমান, তারিকুল আনোয়ার তরুণ, এমএ হাকিম, লিটন ঘোষ, অলোক বোস, ইমরান প্রমুখ। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে এ আয়োজন করা হয়।