নীলফামারীতে গোয়াল ঘরের দুয়ার ভেঙ্গে আনুমানিক ২ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের চারটি গরু চুরি করেছে চোরেরা। শনিবার (১৯ জুলাই) রাত দুইটার পর সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামে এই ঘটনা ঘটে। ওই এলাকার মনাহার ইসলাম নামে এক ভ্যান চালকের গোয়ালঘর থেকে দুইটি ষাড়, একটি গাভীন দেশী জাতের গরু ও একটি অস্ট্রেলিয়ান জাতের গরু চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় গরুকে গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে রাখে পরিবারের সদস্যরা। শনিবার সকালে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে যায় মনাহারের মা জাহানারা বেগম। সেখানে গিয়ে দেখে গোয়াল ঘরের দুয়ার ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখতে পায় একটি গরুও নেই। স্থানীয়রা ছুটে আশে পাশে অনেক খোজাখুজি করলেও গরুর আর সন্ধান পাওয়া যায় না।
ভুক্তভোগী মনাহার ইসলাম বলেন,‘রাত আনুমানিক আড়াইটা থেকে পাঁচটার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে ধারনা করছি। কারন আমরা রাত ১টা পর্যন্ত জেগেই ছিলাম। আমার চারটি গরুর বর্তমান বাজারমূল্য প্রায় ২লাখ ৩৫ টাকা। গরুগুলো ছিল আমার জীবনের সকল সঞ্চয়। গরুগুলো চুরি হওয়ায় আমি নিঃস্ব হয়ে গেছি। আমার আর কোনো সঞ্চয় নেই। সব চোরে নিয়ে গেছে। থানায় অভিযোগ দিয়েছি, দেখি পুলিশ কি করে।’
জানতে চাইলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ বলেন,‘অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’