বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভৈরবে বাস চাপায় নিহত ১,  আহত ৩ জন 

  • ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি    
  • ১৪ জুলাই, ২০২৫ ১২:০০

কিশোরগঞ্জের ভৈরবে শ্যামল ছায়া বাসের চাপায় জুয়েল মিয়া (৪৫) নামের অটোরিকসার যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় চালকসহ ৩ জন আহত। নিহত ব্যক্তি উপজেলার বাশঁগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পান্নাউল্লাহচর এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সকালের দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকসায় চড়ে কাজে যাচ্ছিলেন নির্মাণ জুয়েল মিয়াসহ আরো ২ জন শ্রমিক। অটোরিকসাটি যখন ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উঠবে ঠিক সে মুহুর্তে ময়মনসিংহগামী শ্যামল ছায়া নামের ( ঢাকা মেট্রো -ব -১১৪১১৭) একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহতদের উদ্ধারর করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিতসরা তাদেরকে ঢাকায় রেফার্ড করেন।

এ বিষয়ে ভৈরব থানার এসআই রুকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে জুয়েল মিয়া নামের একজন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অটোরিকসাটি আঞ্চলিক সড়কে উঠার সময়ে সামনের দিক থেকে আসা দ্রুত গতির বাসের চাপায় অটোরিকসার যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় নিহতের স্বজনের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো খবর