রূপগঞ্জে বর্ষাকালীন বিভিন্ন ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও সাধারণ সর্দি-জ্বরে আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে হাসপাতালে ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই কেউ না কেউ জ্বরে আক্রান্ত হচ্ছেন। স্কুলছাত্র রাতুলের (৬) মা প্রিয়া রানী বলেন, "জ্বর সারছিল না বলে চিন্তিত হয়ে হাসপাতালে এসেছি।"
স্বাস্থ্য কর্মকর্তারা নাগরিকদের পরামর্শ দিয়েছেন, জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। এসময় বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে সতর্ক থাকতে বলেছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে জ্বরের রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে।