ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে অন্তত ১৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
ভাঙ্গনস্থান গুলোর মধ্যে পরশুরাম উপজেলায় ১০টি ও ফুলগাজী উপজেলায় ০৫টি রয়েছে। এসব ভাঙ্গন দিয়ে লোকালয়ে ঢুকেছে পানি। এতে দুই উপজেলার ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে পানি আরো বৃদ্ধি পাবে সাথে সাথে ভাঙ্গনও বাড়বে।
পরশুরাম উপজেলায় ভাঙ্গনস্থান গুলো হল: জঙ্গলগোনা-২ টি, উত্তর সালদর-১টি, নোয়াপুর -১ টি, পশ্চিম অলকা-১টি, ডি এম সাহেবনগর-১টি, পশ্চিম গদানগর-১ টি, দক্ষিন বেড়াবাড়ীয়া -১ টি, পূর্ব সাতকুচিয়া-১টিসহ মোট: ১০টি ।
ফুলগাজী উপজেলায় ভাঙ্গনস্থান গুলো হল: দেড়পাড়া-২ টি, শ্রীপুর-১টি, উত্তর দৌলতপুর -১টি, কমুয়া-১ টিসহ মোট: ৫টি ।
ফেনী আবহাওয়া অফিস জানিয়েছে, জেলায় ০৭ জুলাই সকাল নয়টা হতে ০৯ জুলাই সকাল ৯ টা পর্যন্ত ৪৮ ঘন্টায় ৫৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম জানিয়েছেন, বুধবার (৯ জুলাই) সকাল ৯ টায় মুহুরী কুহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদ সীমার ৬৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে ।
ফেনী জেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি বিবেচনায় ফুলগাজী উপজেলায় ৯৯টি (মাধ্যমিক বিদ্যালয় ৩২টি এবং প্রাথমিক বিদ্যালয় ৬৭টি) এবং পরশুরাম উপজেলায় ৩২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে ভারী বৃষ্টিপাতে ফেনী শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সহ সবাই দুর্ভোগে পড়েছেন। টানা বৃষ্টির কারণে গতকাল মঙ্গলবার থেকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, রামপুর, শাহীন একাডেমি এলাকা, পাঠান বাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলোসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তবে আজ পানি কমতে শুরু করেছে।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানিয়েছেন, আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছেন, তাদের জন্য পর্যাপ্ত খাদ্য ব্যবস্থা আছে। সার্বক্ষণিক জেলা প্রশাসনের তদারকি রয়েছে। বন্যা পরবর্তী ভাঙ্গনস্থান সংস্কারের দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।