ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকা থেকে আবিদা সুলতানা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ( ২৫ মে ) রাত সাড়ে ১০টার দিকে কুঞ্জেরহাট বাজার সংলগ্ন চৌধুরী পাড়া এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত আবিদা সুলতানা কাচিয়া ৭নং ওয়ার্ডের চকডোষ গ্রামের চৌধুরী পাড়া এলাকার সৌদি প্রবাসী শাহজাদা চৌধুরী সংগ্রাম এর স্ত্রী। ও কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চৌধুরীর পুত্রবধু।
মৃত আবিদা সুলতানার বাবা রহমান মাঝি জানায়, ৩ বছর পূর্বে আমার মেয়ের সাথে বাবুল মেম্বারের ছেলে সংগ্রামের বিয়ে হয়। রবিবার রাতে আমার মেয়ের শশুর আমাকে মোবাইল ফোনে কল দিয়ে বলে বেয়াই একটি দুঃসংবাদ আছে আপনি আমাদের বাড়িতে আসেন। একথা শুনে আমি মেয়ের শশুর বাড়ি যাই, যেয়ে মেয়ের শয়নকক্ষ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পাই আমার মেয়ের মৃতদেহ ঘরের ফ্যানের সাথে ওড়নায় বাধা অবস্থায় ঝুলতেছে, পাশে একটি প্লাষ্টিকের চেয়ার পড়ে আছে। তিনি আরো বলেন, বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি মিলে আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করতো। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসে।
রহমান মাঝি অভিযোগ করে বলেন, স্বামী ও শাশুরী মিলে তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
এদিকে এ ঘটনার পর থেকেই আবিদার শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
আবিদার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আজ সোমবার ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান দৈনিক বাংলাকে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।