বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষার্থীদের জমির দলিল চিনতে আগ্রহী করলেন ইউএনও

  • ঠাকুরগাঁও প্রতিনিধি   
  • ২৬ মে, ২০২৫ ১৮:০৬

ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে একটি সরকারি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের জমির দলিল চিনতে আগ্রহী করে তুললেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খাইরুল ইসলাম।

রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমি সেবা ও ভূমি সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে সচেতনতা মূলক কথা বলেন তিনি।

একই সাথে অদূর ভবিষ্যতে যেন ভূমি সংক্রান্ত জটিলতায় ভোগান্তি না পোহাতে হয় এর জন্য শিক্ষার্থীদের জানার আগ্রহ জন্মানোর চেষ্টা করেন এই কর্মকর্তা।

দেখা যায়, বিদ্যালয়ের সেমিনার কক্ষে হাতে দলিল, জমির খতিয়ান ও নকশা নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন ইউএনও। শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে খাতায় লিখে নেন ইউএনওর গুরুত্বপূর্ণ পরামর্শ গুলো।

শিক্ষার্থীরা জানান, আমরা লক্ষ্য করে আমাদের আশপাশে জমি নিয়ে অনেক মারামারি হয়, খুনাখুনি হয়। নানা অজ্ঞতার কারনে অনেকে ক্ষতিগ্রস্থ হন। আমরা আজ দলিল চিনলাম, পড়াশোনার মধ্যে বইয়ের বাইরেও আমাদের অনেক কিছু জানার আছে। আজ আবারও সেটা উপলব্ধি করলাম। এখন সমাজে চলমান যেসব ঘটনা ঘটছে জমি সংক্রান্ত কিভাবে সাধারণ মানুষকে সেবা দেয়া যায় এ পরামর্শ এখন আমরা দিতে পারবো। অন্তত আমাদের আশেপাশের অজ্ঞ মানুষদের কেউ বিপদে ফেলতে পারবেনা। আমরা এই পরামর্শগুলো কাজে লাগাবো।

ঠাকুরগাঁও সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানুর বেগম চৌধুরী বলেন, জমি সংক্রান্ত দুর্ভোগ কমাতে ভবিষ্যতের কথা ভেবে এর আগে এ ধরণের পরামর্শ মূলক কথা নিয়ে আমাদের বিদ্যালয়ে কেউ আসেনি। আমি এটাকে ইতি বাচক দিক দেখছি। আমাদের শিক্ষার্থীরা হয়তো আজকের পর থেকে এগুলো নিয়ে গবেষণার জন্য এ সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠবে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: খাইরুল ইসলাম বলেন, আমাদের সমাজে জমি সংক্রান্ত কলোহের কারনে ভাকৃত্ববোধ নষ্ট হয়। আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী আমরা যদি তাদের ভেতরে জানার আগ্রহটা তৈরি করতে পারি তবে সমাজ ও দেশ একদিন উপকৃত হবে। আমি আজ সেই চেষ্টাই করেছি মাত্র। আমি চাই আমাদের সন্তানরা অনেক বেশি জানতে আগ্রহী হয়ে উঠুক। এটা শুধু জমি সংক্রান্ত নয়, সুন্দর সমাজ গঠনে বাঁধা সৃস্টি হয় এমন সব সমস্যা নিয়ন্ত্রণে আমাদের জানার আগ্রহ জন্মাতে হবে। এটা তারই একটি ক্ষুদ্র প্রয়াস।

এ বিভাগের আরো খবর